এ দেশ কি আমার নয়???
লিখেছেন লিখেছেন শুভ কবি ১১ আগস্ট, ২০১৫, ০৩:৪৯:৫৭ দুপুর
কিছুদিন আগে একটি অনলাইন নিউজ পোর্টালের ছবিতে দেখেছিলাম, বাসে ঝুলে সাধারণ মানুষের সাথে অফিসে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নেতা রিসেফ তাইয়েন এরদোগান।
দেখে মনে মনে বলেছিলাম," আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
গতকাল সেই কাজে বড় হবার প্রমান দেখিলাম আমাদের মিনিস্টার ফাটা কেষ্ট ওবায়দুল কাদেরের খেটে খাওয়া সিএনজি চালককে জন সম্মুখে কান ধরে উঠবস করাতে দেখে। ফাটা কেষ্ট কাদের এর আগেও ট্রেনের যাত্রী তত্ত্বাবধানকারী বলরাম দাসকে এভাবেই চড় মেরেছিলেন।
আচ্ছা,এভাবে অপমান করার এখতিয়ার এই ফাটা কেষ্ট মন্ত্রী কোথায় পেলেন? আইন লঙ্ঘন করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু এভাবে সবার সামনে অপমান করার অধিকার তাকে দিল কে? এই প্রজাতন্ত্র? এই দেশ? এই জনগণ?
এই আম-কাঁঠাল-লিচু জনতাই ভোট দিয়ে আপনাকে মন্ত্রী বানিয়েছে। মানুষকে সম্মান দিতে শিখুন। আর মানুষ যাতে আইন মানতে বাধ্য হয় সেই ব্যবস্থা করুন।তা না করিয়া আপনি কেন মিথুন দা হতে চাইছেন????
আপনাদের সরকারি গাড়িগুলো যখন ব্যস্ত রাস্তায় উল্টো পথ দিয়ে যায়,তখন এর ব্যবস্থা কী?আমরা কি তখন আপনাদের কান ধরিয়ে আর চড় মারার সাহস দেখাতে পেরেছি?????
পারিনি। পারবনা। এদেশ যে আমাদের না। এদেশ এই খেটে খাওয়া লোকদেরনা। এই দেশ ফাটা কেষ্ট কাদেরের।
বিষয়: রাজনীতি
২০১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেখান দিয়ে যারা যায় তাদের চোখে এই দৃশ্যটা খুব কমন যে , জাজদের গাড়ি উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে । পুলিশ প্রোটেকশন সহ । দুই গ্রুপই কিন্তু আইনের রক্ষক/সেবক ।
যত্রতত্র নিরীহ লোকদের কান ধরে উঠ বস করানো আমাদের এই ফাটা কেষ্ট কি পারবেন উনাদের সাথে পাঙ্গা নিতে ?
কেবল গরীব ও নিরীহ লোকদের উপরই কি উনাদের আইনের প্রয়োগ ?
গত দুই দিন আগে নাকি স্বয়ং ফাটাকেষ্ট বেইলী রোডের জ্যামে পরেছিলেন । ২৫ মিনিট আটকে ছিলেন । সামনে পেছনে গাড়ি থাকায় বের হতেই পারছিলেন না । হুইসেল বাজিয়ে পুলিস নাকি সেখানে খুব দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছিল। এ সময় নাকি ফাটাকেষ্ট খুব কষ্ট পেয়েছিলেন ।
এই তো বছর খানেক আগে উনি খুব আবেগ মার্কা ডায়লগ ছেড়ে ছিলেন যে - মন্ত্রী এম.পিদের পার হবার কারণে সাধারণ যাত্রীদের গাড়ি আটকে রাখা ঠিক না ।
তবে উনাকে ধন্যবাদ যে জ্যাম পড়ে উনি নিজেকে নিয়ন্ত্রন রাখতে পেরেছিলেন । প্রায় একই স্থানে মাস ৩-৪ এক আগে আরেক এমপির পুত্র তো সেটা পারে নি ।
-বিনা ভোটে মন্ত্রী হইছে তো তা-ই! ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন