Rose Rose মিরক্যাটদের গল্প Rose Rose

লিখেছেন লিখেছেন নাবিক ১১ আগস্ট, ২০১৫, ০৩:৫৮:০৮ দুপুর



খাবারের খোঁজে বের হয়েছে একদল কিন্তু

নিজেদের নিরাপত্তার

কথা না ভেবে যদি শুধু খাবার সন্ধান করেই

যায় তাহলে তারা নিজেরাই অন্য

কারো শিকারে পরিণত হয়ে খাবার হয়ে যেতে পারে।

তাই সর্বপ্রথম ভাবতে হয় নিজেদের নিরাপত্তার কথা আর এই

নিরাপত্তার কথা ভেবে দলনেতা দলের

আকার বুঝে একজন বা দুইজনকে ঠিক করে দেন

দলের নিরাপত্তার কাজটি করার জন্য।



নিরাপত্তা প্রহরী উঁচু

টিলা বা গাছে উঠে যায় যাতে মাথা ঘুড়িয়ে ঘুড়িয়ে চারদিক ভাল

করে নজর রাখতে পারে। প্রশিক্ষিত

কড়া প্রহরী তার দলের নিরাপত্তায় কাজ

করে যায় পরবর্তী প্রহরী তার

স্থানে না আসা পর্যন্ত।

যতক্ষণ

এলাকা বিপদমুক্ত থাকে ততক্ষণ মৃদু শব্দ করতে করতে জানিয়ে দেয় সব কিছু ঠিক

আছে তোমরা খাবারের সন্ধান

চালিয়ে যাও।

কখনো যদি সামান্যতম

বিপদের গন্ধ পাওয়া যায় বেজে উঠে তীব্র

হুইসিল দলের সবাই আশ্রয় নেয় নিরাপদ স্হানে। নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয় প্রহরী কিন্তু এক সেকেন্ডের জন্যও

পাহারা দেওয়ার এই নিয়ম পরিবর্তন হয়

না।

এটা কোন প্রশিক্ষিত সেনা বাহিনীর

কথা বা গল্প নয় এটা একটা প্রাণীর

প্রতিদিনের জীবন কথা আর এই প্রাণীটির

নাম হল “মিরক্যাট।”



মিরক্যাটরা আমাদের দেশের

বেজী গোত্রীয় এক ধরণের

স্তন্যপায়ী প্রাণী। এদের পাওয়া যায়

আফ্রিকা মহাদেশের বোতসোয়ানার

কালাহারি মরুভূমি, নামিবিয়ার

নামিবিয়া মরুভূমি, এঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকাতে। এরা দলবদ্ধ হয়ে থাকে এক

একটা দলে প্রায় ২০-৫০ জনের মত সদস্য

থাকে। এদের দলকে মব বা গ্যাং বলা হয়।



প্রকৃতিতে এরা ১২ থেকে ১৪ বছর পর্যন্ত

বাঁচে। এরা মূলত পতঙ্গ-ভোজী বা পোকামাকড় খায়

তারপরেও কিছু সরীসৃপ, সাপ, ছোট

স্তন্যপায়ী, বিচ্ছু, মাকড়সা, ছোট পাখি ও

শিকার করে। এদের শরীরে কিছু বিষ

নিরোধক কিছু এন্টিবডি আছে যা মরুভূমির

বিষাক্ত বিচ্ছু বা স্করপিয়নের কামড়ের বিরুদ্ধে কাজ করে।



এদের

শরীরে চর্বি বা খাদ্য সঞ্চয়ের কোন

ব্যবস্থা নাই মানুষের মত তাদেরও

প্রতিদিনের খাবার প্রতিদিন

খুঁজে খেতে হয়। এক বছর বয়সেই এরা প্রজনন-ক্ষম হয়ে যায়

এবং বছরের যেকোনো সময়ই এরা সন্তান

জন্ম দিতে পারে। এরা সাধারণত একসাথে ৩

টি বাচ্চা প্রসব করে যদিও মাঝেমাঝে ৫

টি বাচ্চা ও দেখা যায়।



জন্মের তিন

সপ্তাহ পর্যন্ত বাচ্চারা গর্তের বাইরে আসার অনুমতি পায় না। আর যে দিনটিতে বাচ্চারা প্রথম

বাইরে আসে সেটা হয় একটা উৎসবের মত।

দলের সব সদস্য বাচ্চাদের ঘিরে দাঁড়ায়

এবং নবাগত অতিথিকে এই ভুবনে স্বাগত

জানায়। দলের তরুণ ও দক্ষ শিকারীরা তাদের

প্রশিক্ষণের দায়িত্ব নেয় যাতে এই নতুন

শিশুরাও একদিন ভাল

শিকারি হয়ে উঠতে পারে।



তাদের

শিখানো হয় কি করে কামড় না খেয়ে বিচ্ছুর

বিষাক্ত লেজ কেটে তাদের হত্যা করতে হয়, কি করে সাপের ডিম চুরি করে খেতে হয়,

কি করে শত্রুর

চোখে ধূলা দিয়ে আত্মরক্ষা করতে হয়।

কি করে একজন ভাল

সেন্ট্রি বা নিরাপত্তা প্রহরী হতে হয়।

শিখানো হয় নানান কলাকৌশল যা তাদের এই দয়া মায়া হীন ও সার্বক্ষণিক

প্রতিযোগিতার

পৃথিবীতে টিকে থাকতে সবচেয়ে বেশী

প্রয়োজন।

* তথ্য ও ছবিঃ নেট থেকে পাওয়া

বিষয়: বিবিধ

১৫৭৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335173
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০২
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। অসংখ্য ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৬
277191
নাবিক লিখেছেন : ধন্যবাদ আপনাকেও Happy
335179
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৭
হতভাগা লিখেছেন : এগুলো কি গন্ধগোকুল ?
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৫
277190
নাবিক লিখেছেন : না এই প্রাণীটার ইংরেজি নাম meerkat, আর গন্ধগোকুলের ইংরেজি নাম asian palm cive, এদের কে আমাদের দেশে সাধারণত খাটাশ ডাকা হয়। নিচের প্রাণীটিই গন্ধগোকুল
335196
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
বেআক্কেল লিখেছেন : আল্লাহ সৃষ্টি থেইকা আমরাও যাতে শিখতে পারি:
বাচিতে হলে নিরাপদ থাকিতে হইবে।
নিরাপদ থাকিতে হইলে সবাইকে দলবদ্ধ থাকিতে হইবে।
দলবদ্ধ থাকিতে হইলে এক মতের হইতে হইবে।
এক মতের হইবার জন্য নেতার কথা শুনিতে হইবে।

বিতিকিচ্ছিরি এই প্রানীর বুদ্ধি যদি মুসলমানদের থাকিত, তাহা হইলে ভারতের দাদা বাবুরা আর আমাদের উপর খবরদারি করিতে পারিত না।
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
277183
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


উত্তম মন্তব্যের জন্য আপনাকে ( বেআক্কেল )
এবং
সুন্দর শিক্ষণীয় পোস্টের জন্য নাবিক কে ধন্যবাদ

জাযাকুমুল্লাহ
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৮
277193
নাবিক লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাদের দু'জনকেই ধন্যবাদ Happy
335254
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
আফরা লিখেছেন : বেআক্কেল লিখেছেন : আল্লাহ সৃষ্টি থেইকা আমরাও যাতে শিখতে পারি:
বাচিতে হলে নিরাপদ থাকিতে হইবে।
নিরাপদ থাকিতে হইলে সবাইকে দলবদ্ধ থাকিতে হইবে।
দলবদ্ধ থাকিতে হইলে এক মতের হইতে হইবে।
এক মতের হইবার জন্য নেতার কথা শুনিতে হইবে। ১০০% একমত ।

ধন্যবাদ নাবিক ভাইয়া ।

১১ আগস্ট ২০১৫ রাত ১০:২৯
277208
নাবিক লিখেছেন : নামটা বেআক্কেল হলে কি হবে, কথাগুলা সে কিন্তু দারুণ আক্কেলের বলে। আপনাকে অনেক শুভেচ্ছা আফরা...
১১ আগস্ট ২০১৫ রাত ১০:৩৫
277210
আফরা লিখেছেন : আপনাকে ধন্যবাদ নাবিক ভাইয়া ফুল গুলো অনেক সুন্দর ।
335297
১২ আগস্ট ২০১৫ রাত ০২:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্যতিক্রমী পোস্ট, ভালো হয়েছে, ধন্যবাদ।
১২ আগস্ট ২০১৫ সকাল ০৫:১২
277243
নাবিক লিখেছেন : আপনাকে অনেক শুভেচ্ছা Rose ভালো থাকবেন।
335304
১২ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৮
আবাবীল লিখেছেন : সুন্দর পোস্ট
১২ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৮
277256
নাবিক লিখেছেন : ধন্যবাদ
335440
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৪
শুভ কবি লিখেছেন : এনিমেলিং স্মেল,ডিফারেন্ট রাইটিং, ভালো লাগলো, ধন্যবাদ
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫২
277365
নাবিক লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
335504
১২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৯
আবু জারীর লিখেছেন : নতুন কিছু জানলাম।
ধন্যবাদ।
১২ আগস্ট ২০১৫ রাত ১০:১০
277416
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাইয়া Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File