পৌরসভা নির্বাচনে যেতে চাই, কিন্তু কেন যাবো
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৪:৩২ সন্ধ্যা
যেতে চাই, কিন্তু কেন যাবো
ভোট কেন্দ্রে দিতে ভোট?
কি ঘোড়ার ডিমটা পাবো,
গায়ে চড়িয়ে মুজিব কোট?
কেঁড়ে আমার স্বাধীনতা, অধিকার
কে করে গণতন্ত্রের দাবি আবার?
কে ভাবে হবো কাঁচামাল আমি তার
অবৈধ ক্ষমতার প্রাসাদ বানাবার?
বন্দুক, পিস্তলের খোলা উদ্ধত নল,
ইসি, পুলিশ, প্রশাসন আর দলবল
নিয়ে জানি আমি ভোট চুরির উচ্ছাসে,
দিনশেষে এরা স্বৈরাচারের হাসি হাসবে |
আমার অধিকার বেলা শেষে কাঁদবে |
সরকারী সমর্থনে কোনো চোর বাটপার,
আমার ভোট ভাঙিয়ে, আমার পৌরসভার
হোক চেয়ারম্যান, মেয়র বা কাউন্সেলার,
আমি চাইনা, চাইনা কোনদিনও আর |
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন