মুসলিম সেজে সাত বছর পাকিস্তানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ।এরা বাংলাদেশে ও ঘাপটি মেরে আছে।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৭:২০ বিকাল

এরা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে গেছে। একদিন ভারতীয়রাই দাম্ভিকতা দেখিয়ে বলবে তারা বাংলাদেশের উপর কি ধরনের সর্বনাশের বিষাক্ত ছোবল মেরেছিল।



Ajit Doval – The great Indian spy who spent 7 years in Pakistan as a Muslim

as an undercover agent in Pakistan for seven years posing as a Pakistani Muslim in Lahore.

http://zeenews.india.com/news/india/ajit-doval-the-great-indian-spy-who-spent-7-years-in-pakistan-as-a-muslim_1837959.html

NSA Shri Ajit Doval on his experience in Lahore during spying



https://youtu.be/2IjWF-8lTu8



মুসলিম সেজে সাত বছর পাকিস্তানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা



২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

http://www.mzamin.com/details.php?mzamin=MTA3Njc5&sMQ=%3D#.VnvRq0z92fE

ভারতীয় গুপ্তচর হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছদ্মবেশে কাটাতে হয়েছে তাকে। এবার এমনই এক অভিজ্ঞতার কথা নিজেই প্রকাশ করেছেন অজিত দোভাল। জানালেন, ভারতের গুপ্তচর হিসাবে সাত বছর পাকিস্তানি মুসলিম সেজে লাহোরে কাটিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে তাঁর লাহোরে থাকার একটা ছোট্ট অভিজ্ঞতার ভাগ করে নেন দোভাল। তিনি বলেন, লাহোরে যে অঞ্চলে তিনি থাকতেন, সেখানে একটি মাজার ছিল। একদিন তিনি মাজারে প্রার্থনা সেরে বেরুচ্ছেন, এমন সময় এক বৃদ্ধ তাকে ডাক দেয়। ওই বৃদ্ধের ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। সাদা লম্বা দাঁড়ি তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সামনে যেতেই তিনি প্রশ্ন করেন, তুমি কি হিন্দু? দোভাল সঙ্গে সঙ্গে বলেন না। এর পরই দোভালকে তাঁর সঙ্গে যেতে বলেন ওই বৃদ্ধ। বেশ কয়েকটি গলি পেরিয়ে একটি ছোট্ট ঘরে তাকে নিয়ে যান বৃদ্ধটি। ঘরের দরজা বন্ধ করে ফের তাঁকে জিজ্ঞেস করেন, তুমি কি হিন্দু? দোভাল তখনও নিজের অবস্থানেই অনঢ়। এর পর ওই বৃদ্ধ বলেন, দেখো আমি জানি তুমি হিন্দু। কারণ তোমার কান বেঁধানো রয়েছে। আসলে আমিও হিন্দু। আলমারি খুলে শিব দুর্গার একটি ছোট মূর্তিও দেখান তিনি। বলেন, আমি এঁদের পুজো করি। তুমি এভাবে থেকো না। ধরা পড়ে যাবে। কানে সার্জারি করিয়ে নাও। যদিও সেই সার্জারি এখনও করাননি দোভাল।

বিষয়: বিবিধ

৫৪৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355178
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাংলাদেশে যে আছে তা আমরা দেখেছি বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রাম দমনে বাংলাদেশী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে ভারতীয়দের উপস্থিতি।
355201
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
শেখের পোলা লিখেছেন : এমন অনেক দোভাল বাংলাদেশে মাথা উঁচু করে বেড়াচ্ছে, তাদের লুকাতে হয়না৷ আপনাকে ধন্যবাদ৷
355204
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশে এরা স্বনামেই কাজ করে!!
355221
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
355290
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:০০
কাঁচের বালি লিখেছেন : আওয়ামিলিগের মদদে এখন এরা প্রকাশ্যেই কাজ করবে কে ঠেকাবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File