মোবাইল কোম্পানির আজব কান্ড কিত্তি

লিখেছেন লিখেছেন তৌহিদ ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৬:৫৫ বিকাল

বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর আজব কান্ডে বিরক্ত গ্রাহকরা, কিছুদিন আগে আমি আমার জি. পি. সিমে ৬০ MB প্যাকেজের জন্য ২২ টাকা রিচার্জ করি আর বাংলালিংক সিমে ৭৮ টাকা রিচার্জ করি। তারপর, জি. পি. সিমে ৬০ MB পাই কিন্তু বিপত্তি হয় বাংলালিংকে ৭৮ টাকার পরিবর্তে ১৬০ মিনিট Automatic যোগ হলো। শর্ত বাংলালিংক to বাংলালিংক ২৪ ঘন্টা। ৭৮ টাকা রিচার্জ করে আমি অন্য অপারেটরে ফোন করতে পারলাম না। আবার, রিচার্জ করতে হলো। পরে জানলাম সেটা বাংলালিংকের অফার ছিল। গতকাল আবার, বাংলালিংকে ৫১ টাকা এবং জি. পি. তে ২৯ টাকা রিচার্জ করি,তাতে বাংলালিংক সিমে ১২০ মি. যোগ হলো শর্ত bl to bl. অন্য অপারেটরে আর কথা বলতে পারলাম না। এটা কোন ধরনের আজব অফার যে কোন request ছাড়াই অফার চালু হওয়া। প্রয়োজনে ফোন করা যায় না। আমার যদি অফারের দরকার হয় আমি চালু করে নিব, কিন্তু Banglalink company কেন আমার সিমে অফার চালু করবে? ইহার প্রতিকার কি?

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355174
২৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৪
Saidul Karim লিখেছেন : হা হা
355175
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১১
প্রক্সিমা লিখেছেন : ৭৮ ,৫১, ৯১ এধরনের রিচার্জ এড়িয়ে চলুন ।২০, ৫০, ১০০ এভাবে রিচার্জ করুন ।
শুধু বাংলালিংকে নয় গ্রামিনফোনেও এ ধরনের অফার আছে ।
355206
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উল্টাপাল্টা অফারে আছাড় খাওয়ার যথেষ্ট সম্ভাবনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File