মাথায় নতুন চুল গজানোর দারুন সহজ এক উপায়!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৩:১৩ বিকাল

চুল পড়া সমস্যায় ছেলে মেয়ে উভয়ই ভুক্তভোগী। নতুন চুল গজানোর জন্য কত রকমের হেয়ার প্যাক, কত প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা।এইসব রাসায়নিক পণ্য ব্যবহারে নতুন চুল গজানোর চাইতে চুলের ক্ষতি করে থাকে বেশি। অথচ আমাদের হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই নতুন চুল গজানো সম্ভব। বাজারের ক্রেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার না করে ঘরে থাকা উপাদান ব্যবহার করে নতুন চুল গজিয়ে ফেলুন। এর জন্য প্রয়োজন হবে শুধু মাত্র দুটি উপাদানের!

যা যা লাগবে:

নারকেল তেল

লেবুর রস

যেভাবে ব্যবহার করবেন:

১। ৫-৬ টেবিল চামচ নারকেল তেল।

২। ২-৩ ফোঁটা লেবুর রস।

৩। নারকেল তেল এবং লেবুর রস খুব ভাল করে মিশিয়ে নিন।

৪। আঙুল দিয়ে মাথার তালুতে আস্তে আস্তে ম্যাসাজ করুন।

৫। এভাবে ১০ থেকে ২০ মিনিট ম্যাসাজ করুন।

৬। এটি চুলে ২ ঘন্টা রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন।

৭। এটি সবসময় শ্যাম্পু করার আগে ব্যবহার করুন। সর্বোচ্চ ২ ঘন্টা এটি মাথায় রাখবেন এর বেশি নয়।

যেভাবে কাজ করে:

নারকেল তেল মাথার তালুতে পুষ্টি যুগিয়ে হাইড্রেডেট করে থাকে। নিয়মিত ব্যবহারে যা নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান চুল এবং মাথার তালুর জন্য অনেক উপকারী।

লেবু সাইট্রাস জাতীয় ফল। এতে ভিটামিন সি আছে যা চুল থেকে খুশকি, অতিরিক্ত তেল দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে।

অন্যভাবে ব্যবহার:

১। নারকেল তেল এবং বাদাম তেল মিশিয়ে হালকা গরম করে ১০-১৫ মিনিট মাথার তালুতে ম্যাসাজ করুন। ১ ঘন্টার পর শ্যাম্পু করে ফেলুন।

২। ১ টেবিল চামচ শুকনো আমলকির গুঁড়ো এবং ২ টেবিল চামচ নারকেল তেল চুলায় জ্বাল দিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে মাথায় ম্যাসাজ করুন। সারা রাত এভাবে রাখুন। সকালে শ্যাম্পু করে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে ২ বার ব্যবহার করুন। এটিও নতুন চুল গজাতে সাহায্য করবে।

৩। লেবুর রস এবং টক দই মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এটি চুলের খুশকি দূর করে মাথার তালু পরিষ্কার করে থাকে। যা নতুন চুল গজাতে সাহায্য করে থাকে।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355168
২৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৮
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৮
294966
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
355182
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
নাবিক লিখেছেন : আহা এতো সহজে চুল গজালে দুনিয়ায় টেকুতো একটাও থাকতো না, এগুলা টিপস খুব একটা কাজে লাগে না, ধন্যবাদ।
২৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
294977
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck Good Luck
355202
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫২
শেখের পোলা লিখেছেন : টাক পড়াদেরও কি এতে উপকার হবে? ভাী সহজ উপায়৷ অনেকেই উপকৃত হতে পারে৷ ধন্যবাদ৷
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৩
294991
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি
এমনই মনে হচ্ছে
355207
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য হইলে আপনি নোবেল প্রাইয পাবেন!
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫০
294995
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : good

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File