জনমের তরে ধ্রুব তৌহিদ
লিখেছেন লিখেছেন তৌহিদ ১৯ অক্টোবর, ২০১৪, ০২:০১:৫২ রাত
বন্ধুরে তুই হাঁসছিস বুঝি তোর ভাবীরি বোলে
সারা জীবন জ্বলছি আমি দুই নয়নের জলে।
ষোল বছরে করছি বিয়া সুখ নাহি পাই কবু
কত গালি দিছে আমায় সইছি আমি তবু।
তিন-তিনটি সন্তান আমি জন্ম দিলাম ঘরে
জানি আমি শান্তি পাব আমার জীবন পরে।
লোকে বলে নারীর গুণে সব ঘরে আসে সুখ
আমার ঘরে আসল বুঝি জনমেরই দুখ।
বন্ধুরে তুই কাঁদছিস বুঝি আমার ব্যথা বুঝে
তোর ভাবীরে বুঝাবি তুই শত চেষ্টা করে।
বাবার আমি ছিলাম তরে এক সন্তান ঘরে
তোরে পাইয়া পাইছি আমি ভাইয়ের মতন করে।
ছোট কালে ঘুমায়াছি কত পাক মায়েরি কোলে
মায়ের কথা মনে উঠলে বুক ভাসে নয়নেরি জলে।
মা আমার চলে গেল জনমেরি তরে
বিধি যেন নসিব করে বেহেশতেরও উপরে।
মা আমার যখন চলে গেল, জনমেরি তরে
বাবা আমায় কোলে লইয়া কাঁদছে কত, পরে।
আমার কন্যা হইছে আমার মায়ের মতন করে
আমার কথা শুনলে তখন হুঁশ থাকে না ঘরে।
তারপর নারীর ভূমিষ্ঠ হল দু'সন্তান ছেলে
সন্তান দুটি ছিল জমজ আমার নারীর কোলে।
একটির অসুখ হলে আরেকটি অসুখে মরে
হাট থেকে ঔষধ না আনলে নিস্তার নাই ঘরে।
পাশের ঢিবায় লাগায়াছি শিম আর বেগুন
পোকামাকড় তাতে ধইরা আমায় করছে খুন।
সন্তান ও পোকা-মাকড়ের জন্য ঔষধ আনছি ঘরে
ভুল করে নারী খাওয়াইয়া দিছে সন্তানের মুখে পরে।
সন্তান আমার চলে গেল জনমেরি তরে
আমার বংশের প্রদীপটা গেল বুঝি নিভে।
বক্ষে আমার ঝিম ঝিম করে কাঁপে থরে থরে
হয়ত আমি একটু পরে চলে যাব জনমেরি তরে।
তোমায় আমি কষ্ট দিছি ক্ষমা কর মোরে
খোদার কাছে দোয়া করবা কবর দিয়া পরে।
তোমার জন্য চাইব ক্ষমা খোদার কাছে তবে
পরজনমে দেখা হইবে তোমার সাথে মোরে।
বিষয়: সাহিত্য
১৪৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন