রাসূলুল্লাহ সা: Rose

লিখেছেন লিখেছেন মেরাজ ১৯ অক্টোবর, ২০১৪, ০১:১৮:০৭ রাত

প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৈহিক এবং চারিত্রিক সৌন্দর্য- Rose

চমকানো রং, উজ্বল চেহারা, সুন্দর গঠন, সটান সোজাও নয়, আবার ঝুঁকে পড়াও নয়, অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তাকর্ষক দৈহিক গঠন, সুর্মারাঙ্গা চোখ, লম্বা পলক, ঋজু কন্ঠস্বর, লম্বা ঘাড়, সাদা কালো চোখ, সুর্মাকালো তার পলক, সুক্ষ এবং পরস্পর সম্পৃক্ত ভ্রু, চমকানো কালো চুল, চুপচাপ ব্যক্তিত্বসম্পন্ন, কথা বলার সময়ে আকর্ষনীয়, দূর থেকে দেখে মনে হয় সবার চেয়ে উজ্বল ও সৌন্দর্যপূর্ণ, কাছে থেকে দেখে মনে হয় সুমহান এবং প্রিয় সুন্দর, কথার মিষ্টিতা, প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সংক্ষিপ্ত ও নয় আবার দীর্ঘায়িত ও নয়, কথা বলার সময় মনে হয় যেন, মুক্তো ঝরছে, মাঝারি উচ্চতা সম্পন্ন, বেঁটেও নয় লম্বাও নয় যে, যা দেখে খারাপ মনে হবে। সহচররা তাঁকে ঘিরে যদি কিছু বলে, তবে তিনি সে কথা গভীর মনযোগের সাথে শোনেন। তিনি কোন আদেশ করলে সাথে সাথে তাঁর সে আদেশ পালন করেন, সহচররা তাঁর অত্যন্ত অনুগত এবং তাঁর প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধার মনোভাব পোষণ করেন, কেউ উদ্ধত ও দুর্বিনীত নয়, কেউ বাহুল্য কথাও বলেন।

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275838
১৯ অক্টোবর ২০১৪ রাত ০১:৩১
মোবারক লিখেছেন : পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File