শশী মোঃ তৌহিদুর রহমান

লিখেছেন লিখেছেন তৌহিদ ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৭:৪৮ দুপুর

নিশীথে উঠিছে গগনে শশী

বের হল তাহা জানালার ফাঁক দিয়া

মনে হয় চন্দ্রিমায় গগনে ভাসিছে হিয়া

ধূনন দিয় হস্তে উঠিল মস।ি

দূর হল শর্বরীর আলোকিত গগন -

হিয়ায় ভাসিছে ছন্দ আজি

ফাগুনে ফুটিছে পুষ্পরাজি

জানাল দিয়া পশিল পুষ্পপবন।

একাকী ঘরে আছি বসি -

জ্যোস্নায় গগনে হেরি পরীদের মেলা

করিছে তারা হৈ,চৈ বৌচি খেলা

ঘরে পশিল যেন শশী।

স্লোৎ গতিতে শশী যায় চলে -

প্রকৃতি নিঃশব্দ সবি যেন ম্লান

শিশিরের জলে তরু-লতা করিছে স্নান

করিরা করে হায়, হিয়া যায় মরে।

বকুল ঝরিয় প্রভাতবেলা হয়েছে বাসী -

কুড়ায়ে লয় তাহা বালক - বালিকা

বৃক্ষ - বটিকায় জল সেচ দেয় মালিকা

স্মরণ করিল ফুলরাজি শর্বরীর শশী।

বিষয়: সাহিত্য

১২৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360095
২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
360098
২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪০
তৌহিদ লিখেছেন : জনগণের জন্য নিজেকে উৎসর্গ করার মাঝেই জীবনের স্বার্থকতা নিহিত
360113
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : শুরুটা চমৎকার তবে শেষে গিয়ে ছন্দ কেটে গেছে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File