জঙ্গি আস্তানার সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা! আর একটা নাটক মন্চস্থ হলো কিন্তু বারবার সেই নাটকের ফলাফল তাদের বিরুদ্ধেই যায়
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৪:৫৭ সন্ধ্যা
জঙ্গি আস্তানার সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা!
সারাদিন মিডিয়াকর্মিরা হুমড়ি খেয়ে পড়েছে জঙ্গি আস্তানার ভিতর আর কি রহস্য আছে বা ওখানে জামায়াত শিবিরের রাজনিতির কোন লোক আছে কিনা সেই রহস্য উদঘাটনের জন্য কিন্তু এযে হিতে বিপরিদ:-
রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রোডের যে বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করেছে সেই বাড়ির মালিকের নাম আবুল হোসেন ভুইয়া।
তিনি একজন সিট কভার ব্যবসায়ী। মিরপুর-১ কো-অপারেটিভ মার্কেটে তার দোকান রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আবুল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ভয় এবং নিরাপত্তার কারণে এ বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাচ্ছে না।
স্থানীয় এমপি আসলামুল হক ঘটনাস্থলে গিয়েছেন এবং ওই ঘটনার খোঁজ-খবর নিয়েছেন ।
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মাইর পড়লে সব সুর সুর করে বের হয়ে আসবে
সেই মেশিনের এমনই গুন যে রাজাকার ও যদি মেশিনের ভিতর ঢুকে তবে অন্যপাশ দিয়ে মুক্তিবাহিনী হয়ে বের হয় আবার যারা মেশিনের বাইরেই থাকে এরা মুক্তি বাহিনী হলেও রাজাকারই থাকে
তাই মজিবের রক্ত থাকলে সেটাতো হাজার খুনও মাফ
If you can't beat them , join them
তবে বেশী দিন হয়তো থাকবেনা
ভোট দিক ! সেটা দিলো না মানে প্রমানিত
মন্তব্য করতে লগইন করুন