আমু সাহেব আর সুরু বাবুর কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৬:৫০ রাত

একজন মন্ত্রী, অন্যজন ছিলেন উপদেষ্টা,

আমির হোসেন আমু আর সুরঞ্জিত সেনগুপ্ত

জানালেন কি আছে তাদের মনে সুপ্ত|

দুই গুনি জন জানালেন আমাদের এই দেশটা,

করদ রাজ্য ভারতের, ঠিক যেমন সিকিম হয়েছে লীন |

আমরাও থাকবো ভারতের তেমন হয়ে স্বাধীনতাহীন|

'ভারত বিরোধীদের নেই ঠাই বাংলাদেশে,'

হুঙ্কার দিয়েছেন, বলি স্বাধীনতা কি আছে এদেশে?

বিজয় দিবস হলো পালিত মাত্র কদিন,

তার মাঝেই ভারত প্রেমের নাঁচ তাক ধিনা ধিন!

একাত্তুরে কি ছিল প্রেরণা, কি ছিল চাওয়া,

পাকিস্থান নয়, ভারতের রাহুগ্রাসে লীন হয়ে যাওয়া ?

ভারতের পায়ে লুটিয়ে সবই, আছে কি আর অধিকার?

একাত্তুর, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বলে গলা ফাটাবার!

বিষয়: বিবিধ

৯২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355102
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০০
হতভাগা লিখেছেন : উনারা মনে হয় বুঝাতে চেয়েছেন যে , বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনতা যুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের অসামান্য ত্যাগের কথা ভুলে না যায় ।

ইদানিং বাংলাদেশের লোকজনের মধ্যে ভারতবিদ্বেষী মনোভাব লক্ষ্য করে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরন করিয়ে দিতেই এরকম কড়া কথা বলেছেন ।

জানেনই তো - বাংলাদেশীরা মাইরের চরম ভক্ত
355109
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১০
কাব্যগাথা লিখেছেন : খানিকটা সত্যি অবশ্যই আছে আপনার কথায় | কিন্তু জানেনতো, মাত্রাত্তিরিক্ত বিনয় আত্মবিশ্বাস শেষ করে দেয় পুরোপুরি | স্বাধীন দেশ হিসেবে এটা কাম্য নয় আমাদের | কেউ যদি ভারত বিরোধিতা করে যুক্তিসঙ্গত ভাবে সেটাতো শুনতে হবে সরকার যারা চালায় তাদের সবারই | ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File