******* ইলেকশন *******
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩০:৪৭ রাত
আমাদের এই দেশে
হচ্ছে নাকি ইলেকশন,
ইলেকশন নয় সেটা
হবে হয়তো সিলেকশন।
পোস্টারে পোস্টারে ভরে গেছে
দেশের প্রতিটা শহর,
ডায়লগ বাজি চলছে
সকাল-সন্ধ্যা প্রতিটা প্রহর।
ইলেকশনের আগে বলে
আমি হবো নগর সেবক,
ইলেকশনের পরে সব ভুলে
হয়ে যায় সে ভক্ষক।
এভাবেই চলছে দেশ
চলছে দেশের মানুষ,
এভাবেই একদিন হবে দেশের নাশ
সবকিছু হবে ফাঁনুষ।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইলেকশনের নামে সিলেকশন
কেনই বা মিছে করছেন আপনারা
নমিনেশন কালেকশন ?
তা কেমন আছেন নায়ক ভাইয়া ?
ফানুস (p. 564) [ phānusa ] বি. 1 কাগজের তৈরি বেলুনবিশেষ যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে উড়ানো হয়; 2 দীপের আবরণ। [আ. ফানুস্]।
বেলুন2 (p. 642) [ bēluna2 ] বি. 1 গ্যাসদ্বারা চালিত ব্যোমযানবিশেষ; 2 ফানুস; 3 খেলনা হিসাবে বা উত্সবের সাজসজ্জায় ব্যবহৃত বায়ুপূর্ণ রবারের থলি। [ইং. balloon]।
মন্তব্য করতে লগইন করুন