়ঃ়ঃ-- নির্বাচনী হাওয়া --ঃ়ঃ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৪৭ রাত
বইছে হাওয়া নির্বাচনের,
ঘুম নাই তাই মানুষ জনের৷
রং বে রংয়ের বিজ্ঞাপনে,
রং ছড়াবে সবার মনে৷
হাট বাজার ও পথে ঘাটে,
চায়ের দোকান খেলার মাঠে,
জিততে হবে এমন আশায়,
শান দেবে কেউ মুখের ভাষায়৷
ঝুঁকিয়ে মাথা সালাম দেবে,
সবার হাতে হাত মেলবে৷
কারও মাথায় উঠবে টুপি,
কেউবা যাবে চুপি চুপি৷
কেউবা আবার মাইক হাতে,
বলবে ‘আসুন আমার সাথে৷’
দেবেন নতুন আশার বাণী,
করবে গরম মঞ্ছ খানি৷
খয়রাতিরা আসবে দ্বারে,
ভোট ভিক্ষা করার তরে৷
মিষ্টি মুখের বচন শুনে,
ফাঁসবে আবার জনগনে৷
কেউবা টাকার বস্তা হাতে,
কিনবে ভোটার আঁধার রাতে৷
কেউবা হাতে অস্ত্র নিয়ে,
ব্যালট পেপার কাড়বে গিয়ে৷
বাক্স ভরে চালান যাবে,
গনতন্ত্রের বিজয় হবে৷
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরে পদ বাতিল হয়ে সেই লীগের লোকেরাই চেয়ারে বসবে ।
পর পর ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির লোকেরা যে জিতেছিল তারা এখন কেমন আছে ?
----------------------
গণতন্ত্র গণতন্ত্র বলে ডাক পারি,
গণতন্ত্র গেল কোন জম বাড়ি ?
ভোটাধিকার চেয়ে চেয়ে কে কেঁদে যায়
ভোটাধিকার বলে আছে কিছু কি হায় ?
ভোট ভোট করে ঝুলায় গণতন্ত্রের মূলা
ভোট চোর, জোচ্চর চোখে দেয় ধুলা
ভোট হবে ,জোট হবে, হবে কত রঙ্গ
চুরি হবে জাল হবে, ভোট হবে শুরুতেই সাঙ্গ
হা টি হা টি পা পা গণতন্ত্র বারবার
গলা টিপে, টুটি চিপে মারবেই সরকার |
মন্তব্য করতে লগইন করুন