দুটি মৃত্যু, একটি প্রশ্ন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ জুলাই, ২০১৫, ০১:০৯:২১ রাত



জেনারেল আইয়ুব খান জানি ঘৃণ্য

তাই বলে মুক্তিযোদ্ধা আইয়ুব খানও হবে না ভিন্ন?

সচিবের গলাধাক্কা খাবে,

অপমানে মারা যাবে

হবে না কোনো শোক,

কাঁদবেনা কোনো লোক |

প্রধানমন্ত্রী পাঠাবেন না শোকবার্তা,

জানাজায় যাবে না কোনো হর্তাকর্তা |



যুদ্ধপরাধী জেনারেল আমজাদ খান মারা যাবে,

প্রধানমন্ত্রীর শোকবার্তা দ্রুত দেবে|

সাংসদ কেন থাকবে পিছিয়ে,

ফেসবুকে দেবে স্ট্যাটাস গুছিয়ে |

ইনিয়ে বিনিয়ে কত গুন গান গাবে,

একাত্তুরে রাজাকার হলে তাতে কি হবে!

সরকারের কাছের লোক, প্রধানমন্ত্রীর পছন্দ,

কত বড় বুকের পাটা, কেও তাকে বলবে মন্দ!



এভাবেই বুঝি মুক্তিযোদ্ধারা মরে এবং মরবে,

কে, কেন তার খোঁজ রাখবে?

রাজাকার সরকারী দল করলে মাফ পাবে বার বার,

তবুও বলতে হবে এ'নাকি মুক্তিযুদ্ধের চেতনার সরকার !

মন শুধু দিতে চায় ধিক্কার,

অরাজক, চালবাজ, ব্যর্থ বলে করে চলে চিত্কার |

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329681
১২ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

অনেক ধন্যবাদ। আরো চাই...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File