দুটি মৃত্যু, একটি প্রশ্ন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ জুলাই, ২০১৫, ০১:০৯:২১ রাত
১
জেনারেল আইয়ুব খান জানি ঘৃণ্য
তাই বলে মুক্তিযোদ্ধা আইয়ুব খানও হবে না ভিন্ন?
সচিবের গলাধাক্কা খাবে,
অপমানে মারা যাবে
হবে না কোনো শোক,
কাঁদবেনা কোনো লোক |
প্রধানমন্ত্রী পাঠাবেন না শোকবার্তা,
জানাজায় যাবে না কোনো হর্তাকর্তা |
২
যুদ্ধপরাধী জেনারেল আমজাদ খান মারা যাবে,
প্রধানমন্ত্রীর শোকবার্তা দ্রুত দেবে|
সাংসদ কেন থাকবে পিছিয়ে,
ফেসবুকে দেবে স্ট্যাটাস গুছিয়ে |
ইনিয়ে বিনিয়ে কত গুন গান গাবে,
একাত্তুরে রাজাকার হলে তাতে কি হবে!
সরকারের কাছের লোক, প্রধানমন্ত্রীর পছন্দ,
কত বড় বুকের পাটা, কেও তাকে বলবে মন্দ!
৩
এভাবেই বুঝি মুক্তিযোদ্ধারা মরে এবং মরবে,
কে, কেন তার খোঁজ রাখবে?
রাজাকার সরকারী দল করলে মাফ পাবে বার বার,
তবুও বলতে হবে এ'নাকি মুক্তিযুদ্ধের চেতনার সরকার !
মন শুধু দিতে চায় ধিক্কার,
অরাজক, চালবাজ, ব্যর্থ বলে করে চলে চিত্কার |
বিষয়: বিবিধ
৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ। আরো চাই...
মন্তব্য করতে লগইন করুন