কিছু প্রশ্ন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৪ মার্চ, ২০১৫, ০৫:৫৮:৫৩ সকাল
কিছু প্রশ্ন মনে হয়েছে সৃষ্টি
সেদিকে দেয়া দৃষ্টি
মনে হয় সবার দরকার
জনগণ, বিরোধী দল ও সরকার|
হটাত পরেছে ধুম
মানুষ জন হচ্ছে গুম|
বন্দুক যুদ্ধ আর ক্রসফায়ার
দেশ জুড়ে আজ হাহাকার|
মানুষ গুম হচ্ছে দক্ষিন বাংলায়
লাশ পাওয়া যাচ্ছে ঢাকায়|
উল্টোটাও হচ্ছে সত্যি
গ্রেফতার ঢাকার রাজপথে
লাশ হলো উত্তর বঙ্গের জনপদে
এতে বোঝা যাচ্ছে কি?
এ'থেকে সরকার নয় মুক্ত
এই গুন খুনে সরকারী বাহিনী যুক্ত|
বাস ট্রাক রাজপথে নেই
অবরোধ হরতাল চলছেই
কে করবে গুম নিয়ে এত দূর
ঢাকা থেকে চিটাগাং বা রংপুর?
অবরোধে পুলিশ বা র্যাবের গাড়ি
এই পথ শুধু দিতে পারে পাড়ি|
পুলিশ বলছে মৃত্যুর কারণ বন্দুক যুদ্ধ
সংশয় হয়েছে মনে কতটুকু শুদ্ধ
এই মৃত্যু নিয়ে সরকারী কাহিনী|
কি ট্রেনিং পায় তবে এই বাহিনী
যদি না পারে করতে রক্ষা তার বন্দী?
গুম, খুন ঢাকতে এ কোন নির্মম ফন্দি?
প্রশ্ন আছে আরো মনে,
বন্দী যদিও যায় পুলিশের ভ্যানে
তবুও কেমনে পায় বন্দুক হাতে
যুদ্ধে মরে বন্দী, কেন পুলিশ নিরাপদ তাতে?
কেন ঝাজরা দেহ গুলি নিয়ে হাতে পায়
কেন মৃত দেহ ভাসবে জলে, পঁচবে ডাঙায়?
থামাও গুম, খুন, ক্রসফায়ার
থামাও অন্তহীন মৃত্যু, থামাও বাংলাদেশের কান্না
বাতিল হোক পুলিশ বাহিনী আর এ'অবৈধ সরকার
দলবাজ আজ পুলিশ বাহিনী, শান্তি রক্ষা এদের কাজ না |
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কে থামাবে?
০ In your day dreams
মন্তব্য করতে লগইন করুন