ব্লগে আমার ২ বছর পূর্ণ হল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৪ মার্চ, ২০১৫, ০৬:০২:২০ সকাল
আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি ব্লগের সকলকে অন্তরের অন্ত:স্থল থেকে শ্রদ্ধা ভালবাসা জানাচ্ছি।
আমি আসলে কোনো ব্লগের ব্যাপারে তেমন জানতাম না। ব্লগিং বিষয়টা আমার ধারনার ভেতর ছিলনা। তবে আমার এক বন্ধু অনেক আগে আমাকে বলেছিল সামহোয়ার ইন ব্লগে লিখতে পারো। আমরা ওটা তৈরী করেছি। ওই ব্লগটা যে কোম্পানী থেকে তৈরী করা হয়েছিল,সেই বন্ধু তখন ওখানে নতুন যুক্ত হয়েছিল। আমিও সেসময় ওয়েব ডিজাইন কিছু করতাম কিন্তু তেমন মজা পাইনি। আমি ওই ব্লগটাতে ঢুকে কিছু লেখা পড়েছিলাম কিন্তু আমার ভাল লাগেনি। এর অনেকদিন পর এক বন্ধু আমাকে বলল-সোনার বাংলাদেশ ব্লগে লিখতে পারো। ওদের মানুষিকতার সাথে তোমার মানুষিকতার মিল আছে।
সোনার বাংলাদেশ ব্লগটা ছিল অত্যন্ত মনোরম আর বিশাল সংখ্যক ব্লগারে ঠাসা। আমি খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলাম্ । ব্লগাররা আমাকে খুব পছন্দ করত। আমারও তাদেরকে খুব ভাল লাগত। চিন্তাগত মিল থাকার কারনেই এই ভাল লাগা।
এরপর সেই ব্লগটা বিনা কারনে সরকার বন্ধ করে দেয়। তখন খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল সবাইকে হারিয়ে ফেললাম। মনের দু:খে চুপ হয়েই রইলাম। কয়েক মাস পর ব্লগের কেউ একজন আমাকে ফেইসবুকে বলল-আমি অমুক ব্লগার,আপনি টুডে ব্লগে আসুন,পূর্বের লোকদেরকেই পাবেন। আমি খুশী হলাম। আর এখানে দেখলাম অবস্থা মোটামুটি আগের মতই।
আবার সচল হলাম। আমার বন্ধু বান্ধব তেমন একটা নেই। তাই ব্লগেই অবসর কাটাই। এখানে যাদেরকে পেয়েছি তাদের সাথে চিন্তাগত মিল থাকার কারনেই সুসম্পর্ক। আর যতটুকু মনে হয়েছে এবং বুঝেছি তাতে বলতে পারি এখানকার ব্লগাররা আমাকে তাদের ভাই হিসেবে পছন্দ করেন। আমিও আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদেরকে পছন্দ করি।
সকল ব্লগারদের ভেতর থেকে কারো কারো লেখা আমি বেশী পড়ি ,এর অর্থ এই নয় যে-অন্যদেরকে ছোট করে দেখী। বরং সকল পোস্ট দেখা সম্ভব হয়না। সকলের জন্যেই আমার শুভ কামনা রয়েছে।
আমি যখন কোনো লেখা পোস্ট করি,তখন মনে হয় আমি যেন আমার আপনজনদেরকেই আমার বিষয়টি জানাচ্ছি। একটা সুন্দর পবিত্র অনুভূতি আমাকে গ্রাস করে। আমি টুডে ব্লগকে সত্যিই ভালবাসি।এখানকার ব্লগারদেরকে ভালবাসি। আল্লাহ সক্ল ব্লগার ও পাঠকদেরকে শান্তি ও সমৃদ্ধি দান করুন !
আমার জন্যে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কখনই শাস্তি প্রদান না করেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ যেন আমাকে উত্তম রিজিক দান করেন। আল্লাহ যেন আমাকে আমার মনের মত পুটির মা দান করেন !
বিষয়: বিবিধ
১৯৬৭ বার পঠিত, ৮৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি এখনো সবার কাছে একজন প্রিয় মানুষ, প্রিয় নাম। বোধ হয়, আগের চাইতে আদর ভালবাসা কম পাচ্ছেন না।
আজকের দিনে আপনাকে আবারো স্মরণ করিয়ে দেই, যাদের লিখা আমার ভাললাগার শীর্ষে, তাঁদের মধ্য থেকে আপনি একজন। আপনার প্রতিটা লিখাত সংলাপগুলো অসাধারণ। একটা লিখাকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আপনার মাজে সব ধরণের যোগ্যতাই রয়েছে। আল্লাহর কাছে দোয়া রইল, আল্লাহ্ যেন আপনার লিখনী শক্তিকে কখনো স্থির করে দেন।
দুবছর অনেক লম্বা সময়। অনেক কে হারিয়ে হয়ত মনে ব্যথা নিয়ে বেড়াচ্ছেন। আপনাকে বলব, মনে তাঁদের জন্য ব্যথা ভালবাসা জাগরুক রাখুন, তবে আমাদের কেও আপন নিতে ভুলবেন না, হয়ত অগ্রজদের মত ভালবাসা দেয়ার ক্ষমতা আমরা নতুনদের নাও থাকতে পারে, তবু ভালবাসা অব্যাহত তাখবেন।
পুটির মা আপনার হোক, আর টিয়া পাখি আমার হোক, আসুন, দুইজন দুইজনার কজন্য দোয়া করি। আমাদের দোয়ায় পুটি আর টিয়া ছোট দুটি দেহ নিয়ে আমাদের এড়িয়ে যাবার সুযোগও পাবে না।
আর কি বলব, যতদিন এই ব্লগ থাকবে, ততদিন আপনার পদচারনায় এই ব্লগ পাড়া মুখরিত হবে, এইটুকু চাওয়া। ভাল থাকুন।
anyway, You are one of those bloggers I enjoy reading! Keep steady in your Informative writing!
All the best.
আল্লাহ আপনাকে আপনার মনের মতই একজন পুঁটির মা দান করুন , এ আমার আন্তরিক দোআ।
আবার ও শুভেচ্ছা ও অগণন শুভকামনা ....
ভাইজান, এই যে ব্লগ- এটি আধুনিক তথ্য প্রযুক্তির একটি অভাবনীয় দান। এই প্লাটফর্মটাতে আমরা দায়িত্ববোধের অনুভূতি নিয়ে যদি যার যার যোগ্যতা অনুযায়ী অবদান রাখি তাহলে আমি নিশ্চিত যে, সমাজ বদলানোর কাজটা অনেকখানি এগিয়ে নেয়া সম্ভব। সবার আগে দরকার মানুষের মতো মানুষ যাতে তৈরি হয় সে প্রচেষ্টা চালানো। মানুষ যদি সততাই ধারণ করতে না পারল তাহলে মানুষ নাম ধারণের সার্থকতা কোথায় ? আসুন আমরা সবাই একসাথে মিলে মিশে সেই গুরুত্বপূর্ণ কাজটি করি।
আপনার লেখা অত্যন্ত সাবলীল ও সুখপাঠ্য। আপনার এই লেখা আরো গতিশীল হোক এই আন্তরিক শুভ কামনা রইল।
জাযাকাল্লাহ খাইরান।
পুঁটির মা নিয়া যত সপ্ন দেখার আছে দেখেনিন। সময় হলে সব দুঃসপ্নে পরিনত হবে!!
পুটির মা কে?
তাড়াতাড়ি পুটির মায়ের খোজ শুরু করেন, সময় কিন্তু বসে থাকে না। ধন্যবাদ।
ব্লগের জনপ্রিয় ও ভাল লেখকদের মধ্যে আপনি ও একজন অন্যতম পছন্দনীয় ব্যক্তি! আপনাকে অভিনন্দন ও আপনার জন্যে শুভকামনা! আমরা প্রত্যেকেই আত্মার-সম্পর্কের আত্মীয়! কেউ কাউকে ছাড়া চলা সম্ভব নয়! অনুরোধ যতদিন বেঁচে থাকবেন আর এই ব্লগ থাকবে ততদিন আপনি সহ সবাই সবাইকে আত্মার খোরাক যুগিয়ে দেবেন! এখানে কেউ কাউকে না দেখেও সম্পর্কের জালে আবদ্ধ হয়েছি মহান আল্লাহ যেন জান্নাতেও আমাদেরকে এভাবেই একত্রিত করেন তার অনুগ্রহে! আমরা সবাই যেন সেখানে এতে অপরের আত্মীয় হয়ে থাকতে পারি! আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে সেই মূল্যবান জান্নাতের মালিক করে দেন! আর আপনার লেখার হাতকে আরো সু-প্রসারিত করুন! আপনার সর্ভাঙ্গীন কল্যাণ কামনা করি সবসময়! আমার ও আমাদের জন্যেও কল্যাণের দোয়া করবেন!
আমিন ছুম্মা আমিন!
মনে করেন উপরের সব গুলো ফুল আপনার!!! তবে একটি কথা আজকে বাগানের সব ফুল নষ্ট করবেন না। এখন একটি ফুল নিয়ে সন্তুষ্ট থাকেন।।।
বাকী ফুল গুলো পুঁটির মা'র জন্য বাগানে সাজিয়ে রাখবেন।
......আমি যখন কোনো লেখা পোস্ট করি,তখন মনে হয় আমি যেন আমার আপনজনদেরকেই আমার বিষয়টি জানাচ্ছি....
বিষয় গুলো আমরাও সেই ভাবে পড়ার চেষ্টা করি.... শুভকামনা।
ব্লগে দুই বছর উপলক্ষে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা
এই চলা হোক আরো রঙ্গীন
ব্লগে যে কয়জন সব সময় নিয়মিত ভাবে লিখা উপহার দেয় আপনি তাঁদের মাঝে অন্যতম! আপনার প্রতিটি লিখা সরলতায় পরিপূর্ন থাকে যা আসলেই পাঠকদের অন্তরের ভালোবাসা গ্রহনে সক্ষম হয় কৃতিত্বের সাথেই! আপনার এস বি তে অনেক লিখা পড়েছিলাম, এখানেও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ! পড়ার পর মনে যে অনুভূতি আসে সবসময় এটাই যে, আপনি স্বচ্ছ মনের মানুষ, আল্লাহ ভীরু , জান্নাতের নাবিক, ভ্রমন পিয়াসু এবং আল্লাহর দেয়া নিয়ামত তৃপ্তির সাথে ভক্ষনে পরিতৃপ্ত!
আল্লাহ আপানকে, আপনার পরিবার পরিজনদের সবাইকে কবুল করে নিন! আরো অনেক অনেক অনেক দিন এই ব্লগে চমৎকার সব লিখা উপহার দিন! আল্লাহ আপনার মনের বান্ছনীয় সকল আশা কবুল করে নিন! পুটির মাকে মিলিয়ে দিন আমীন!
একটা কথা বলে রাখি, পুটির মা আপনার সাথে কখনোই রাগ করে থাকতে পারবে না
জাযাকাল্লাহু খাইর!
অঅমার ধারনা পুটির মা সুখী হবে। কারন আমি কখনও মানুষকে কষ্টে রাখিনা। আমি রাগ করতে পারিনা। আর রাগ করলে খারাপ লাগে কিন্তু আমি ভুলে যাই ক্ষমা করি।আর আমি ভালবাসতে জানি আমার সরলতায়। আমি সুখী থাকি,সুখী রাখব ইনশাআল্লাহ। আর আল্লাহর জন্যেই বাচব,প্রান প্রাচুর্যে বাচব
আপনার লিখাটির পড়ে আপনার প্রাঞ্জল অভিজ্ঞতা ও সূক্ষ্ম অনুভূতি হৃদয়কে ভরিয়ে দিল। আল্লাহ্ পাক সরলপ্রাণ মানুষকে বেশী ভালোবাসেন আর কপটতা অপছন্দ করেন।
আপনার সারল্য আর সাদা মনটা সবসময় প্রাণোচ্ছাসে হাসি আনন্দে ভরে থাকুক সর্বান্তকরণে এটাই প্রত্যাশা আজ।
তবে হ্যাঁ এটা বিশ্বাসের সাথে বলতেই হয় আপনার ঘর আলো করে যিনি আসবেন অবশ্যই সুখী হবেন ইনশাআল্লাহ!!
সারাজীবন সুখে দুঃখে ব্লগের প্রাণ হয়ে থাকেন এটাই আজকের দিনে আপনার জন্য শুভকামনা।
পুটীর মা সহ সুখানন্দে দ্রুত ঘর ভরে উঠুক...। m/ m/ m/ m/
মন্তব্য করতে লগইন করুন