আজ বসন্তে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৩৪:৪৮ সন্ধ্যা

তুমি এলে ফাগুন,

এই অবেলায়, কি নিয়ে এলে

বুকে জ্বলে যে আগুন |

বড় অবেলায় করেছি বিদায় আয়োজন

ছোটো ভাই, বন্ধু আর কত প্রিয়জন

চলে গেল সব পিছু ফেলে |

গণতন্ত্র রুদ্ধ আজ

তাই পরেছি এ'যুদ্ধ সাজ |

তোমার গন্ধ ফুলের সৌরভ,

তোমার রঙিন বসন্ত গৌরব

দোহাই তোমার, শোকের চাদরে ঢাকো

আমি আজ ভাষাহীন,মৌন, তুমিও তাই থাকো |

বিষয়: বিবিধ

৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File