জনগণের সম্পদ নষ্ট করে কি লাভ? যারা এ সমস্ত কাজে সহযোগিতা করে বা হুকুম দেয় তারা কখনো দেশের উন্নতি চায় না।

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:২৩:২৬ সন্ধ্যা



বিষয়: বিবিধ

৯০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304459
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : সমস্যা আগে? না কি উপসর্গ?

অনেকেই কথা বলছেন দেশে বিরাজমান সমস্যা গুলোর "উপসর্গ" নিয়ে।

দেখুন! পেট্রোল বোমা, ক্রস-ফায়ার, বিচার বহির্ভূত হত্যা, গাড়িতে আগুন, হরতাল- অবরোধ, ব্যবসায়ে মন্দা, অর্থনৈতিক স্থবিরতা- প্রভৃতি হলো "উপসর্গ", এগুলো "মূল সমস্যা" নয়।

তার মানে হলো এগুলোর মূলে এমন কিছু ঘটেছে যার ফলাফল তথা উপসর্গ হিসেবে এই সমস্যাগুলো আবির্ভূত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও লক্ষণীয় যে অনেকেই নিরপেক্ষতার নাম করে রেডিও, টিভি ও পত্র- পত্রিকায় এই উপসর্গ গুলো নিয়েই দিনের পর দিন আলোচনা- পর্যালোচনা করে যাচ্ছেন।

আর মূল সমস্যা কিন্তু ন্যাচারাল তথা স্বাভাবিক ভাবে তৈরি হয়নি, বরং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

মূল সমস্যা গুলোঃ

১,অনৈতিক ভাবে গাঁয়ের জোড়ে ২০১১ সালে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সবার কাছে গ্রহণযোগ্য "তত্ত্বাবধায়ক ব্যবস্থা" বাতিল করণ। এটা করতে গণভোট নেওয়া হয়নি। বরং গণভোট সংক্রান্ত ধারাই সংবিধান থেকে বাতিল করেছে আওয়ামিলীগ।

২, ৫ জানুয়ারির ভুয়া, অবৈধ নির্বাচন ( সংবিধানের অনুচ্ছেদ ৬৫ পড়ে দেখতে পারেন-http://bdlaws.minlaw.gov.bd/bangla_sections_detail.php… ), যেখানে ১৫৪ আসনে কোন নির্বাচনই হয়নি। বিনা ভোটে ১৫৪ অবৈধ এমপি সংসদে। যেখানে হয়েছে তাও মাত্র ৫-১০% ভোট পড়েছে, আজ পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি কত শতাংশ ভোট পড়েছে দশম সংসদ নির্বাচনে।

৩, গণদাবী মেনে না নিয়ে বরং সংলাপ এবং মধ্যবর্তী নির্বাচন উপেক্ষা করা।

এবার সমস্যার আলোকে উপসর্গ গুলো মিলিয়ে দেখুন। দলবাজি নয় আসুন দেশের স্বার্থে কাজ করি।
304461
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : গাড়িতে আগুন দেওয়া দুর্বৃত্তদের হুকুমদাতা কে বা কারা তা স্পষ্ট নয়, কিন্তু যারা গুলি করার নির্দেশ দিচ্ছেন এবং করছেন তারা স্পষ্ট এবং প্রকাশ্য।
304465
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : মানুষ পুড়িয়ে মারা, গাড়িতে আগুন দেওয়া কোন মতেই সমর্থন করা যায় না।এটি সন্ত্রাস।বন্ধ হতে হবে এখনই। তবে বাংলাদেশের অপ-রাজনীতিতে এটি নতুন কিছু নয় যে বিরোধীদলের আন্দোলন কে " ব্লেইম" করতে সরকার সমর্থকরা বাসে/ গাড়িতে আগুন দিয়েছে।
304494
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : আচ্ছা!! দেশে যে জনগন নামক কিছু প্রাণী বসবাস করে, আপনার নেত্রি দাইনি ফেরাউন সেটা, তাহলে জানেন!!!!! না আমি ভাবছিলাম উনি সেতা ভুলেই গেছেন ক্ষমতার দাপটে।
304496
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
রক্তলাল লিখেছেন : কারে কি বলতেছেন - এই হারামির ছাও খুনি হাসিনার পেইড এজেন্ট।

স্টুপিড তোর হাসিনারে বল জোর করে বসে না থেকে আমাদের দেশ থেকে ভাগতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File