সরকারের সফল পররাষ্ট্রনীতির ফলে রেমিটেন্স অর্জনে সফলতা

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:১৮:০৫ সন্ধ্যা

সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৯ কোটি ২৬ লাখ ডলার। একই সময়ে অভিবাসী বাংলাদেশীরা বিশেষায়িত ৪ ব্যাংকের মাধ্যমে ৪৩ লাখ ২০ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছে। আলোচ্য সময়ে বেসরকারী বাণিজ্যিক ও বিদেশি মালিকানার ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৪৬ লাখ ও ৪৩ লাখ ৩০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ রেমিটেন্স হিসাবে দেশে এসেছে। এর আগে জানুয়ারি মাসে অভিবাসী বাংলাদেশিরা ১২৩ কোটি ৪৮ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিল।

রেমিটেন্স বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদও (রিজার্ভ) বেড়েছে। বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় ২২ বিলিয়ন ডলার, যা দিয়ে প্রায় ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকার এগিয়ে যাচ্ছে। সরকারের এ সফল পররাষ্ট্রনীতির ফলে দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী হবে এটাই আমাদের প্রত্যাশা। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অভিবাসী বাংলাদেশীরা ২৬ কোটি ৫৯ লাখ ডলারের

বিষয়: বিবিধ

৭১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File