আত্মার খোরাক (৪)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৩৭:৪১ সন্ধ্যা
হাদীস পড়ে পড়ে আত্মার খোরাক যোগাই সবে।
"হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত, নবী করীম (সঃ) বলেছেনঃ যে ব্যক্তি ওয়ারিছকে তার মীরাছ হতে বঞ্চিত করবে আল্লাহ কিয়ামতেরদিন তাকে জান্নাতের মীরাছ হতে বঞ্চিত করবেন।"
(ইবনে মাযাহঃ)
"হযরত আওস ইবনে সুরাহবীল (রাযিঃ) হতে বর্ণিত, তিনি নবী করীম (সঃ) কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি যালিমকে যালিম বলে জানার সত্ত্বেও তাকে শক্তিশালি করার উদ্দেশ্যে অগ্রসর হবে, সে ইসলাম হতে বের হয়ে যাবে।"
(বায়হাকী)
হাদীসের ব্যাখ্যাঃ- যালিমকে বাঁধা দান এবং মযলুমকে সাহায্য করা হলো মুসলামানদের পবিত্র দায়িত্ব। উক্ত দায়িত্ব পালন না করে বরং যে এর বিপরীত করে, অর্থ্যাৎ মযলুমের কোন সাহায্য না করে যালেমেরই সাহায্য করে, সে ইসলামের নিয়ামত হতে বঞ্চিত হবে।
"হযরত ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ তোমরা মজুরের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরী দিয়ে দিবে।"
হাদীসের ব্যাখ্যাঃ- যারা দিন-মজুরী করে পরিবারের ভরণ-পোষণের ব্যবস্থা করে, তাদের মজুরী কাজ সমাপ্তির সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়া উচিৎ। যাতে করে তাদের বাচ্চা-কাচ্চা ও পরিবারের লোকের উপবাস করতে না হয়। হাদীসে দিন মজুরের মজুরী দানে টাল-বাহানা করা কিংবা বিলম্ব করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
"হযরত আবু হোরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ আল্লাহ তা'য়ালা বলেছেন, কিয়ামতেরদিন তিন ব্যক্তির সাথে আমার ঝগড়া হবে। এক ঐ ব্যক্তি, যে আমার নামে কোন চুক্তি করে তা ভঙ্গ করেছে। দ্বিতীয় সেই ব্যক্তি, যে কোন মুক্ত মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষন করেছে। আর তৃতীয় ব্যক্তি হলো সেই, যে মজুরের দ্বারা কাজ তো পুরোপুরি করিয়ে নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই।"
(বুখারী)
বিষয়: সাহিত্য
১২৪৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টটির জন্য জাজাকাল্লাহ।
মহান আল্লাহ আমাদেরকে এইসকল হাদীসের উপর আমল করার তৌফিক দিন।
আমিন।
দ্বীনি আলোচনার প্রসার সমাজ কে কল্যাণের পথে ধাবিত হতে উৎসাহ যোগায়! এ কাজ টি আপনি সুন্দর ভাবে করে যাচ্ছেন!
জাযাকিল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়া!!
মন্তব্য করতে লগইন করুন