কেন ও কাদের জন্য ভ্যালেন্টাইন ডে?

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৩:৩৮ সন্ধ্যা

কেন শুধু ১৪ ফেব্রুয়ারি ভালবাসার জন্য? কীসের ভ্যালেন্টাইন ডে?

আপনি যদি ১৪ ফেব্রুয়ারীতে " প্রেমিক-প্রেমিকা " সম্পর্কের কথা বলেন , তাহলে মুসলিম হিসেবে "ভাই-বোন তথা Islamic brotherhood-sisterhood" এবং "বিবাহিত-দম্পতি" ছাড়া ইসলামে এই "সম্পর্কের" কোন জায়গা নেই।

মানুষ জাতি কি একটি নির্দিষ্ট দিন থেকে প্রেম- ভালোবাসা শুরু করেছে ?

এমনকি এই ভ্যালেন্টাইন উদযাপিত হবার আগ থেকেই মানুষ একে অপরকে ভালোবেসে থাকে।

আমরা আমাদের স্রষ্টা - সর্বশক্তিমান "আল্লাহকে" দৈনন্দিন ভালোবাসি।

আমি আমার স্ত্রী-কে প্রতিটি মুহূর্ত - দৈনন্দিন ভালোবাসি।

সেও প্রতিটি মুহূর্ত-দৈনন্দিন আমাকে ভালোবাসে ।

আমরা আমাদের বাবা-মা কে প্রতিদিন ভালোবাসি।

আমরা একে অপরকে দৈনন্দিন ভালোবাসি।

আমরা প্রতিদিন আমাদের আত্মীয়- স্বজনদের ভালোবাসি।

আমরা আমাদের প্রতিবেশীদের দৈনন্দিন ভালোবাসি।

আমরা এমনকি জন্তু, আমাদের প্রাকৃতিক গাছপালা, সৃষ্টিসমূহ ও পরিবেশ দৈনন্দিন ভালোবাসি।

আমরা আমাদের দেশকে সবসময় ভালোবাসি।

আমরা এই সমগ্র মহাবিশ্বকে প্রতিদিন ভালোবাসি।

বিবাহিত দম্পতি হিসেবে আমরা ১৩ ও ১৫ ফেব্রুয়ারিতেও ভালোবাসি, শুধু ১৪ ফেব্রুয়ারি নয়।

তাহলে কেন মাত্র ১৪ ফেব্রুয়ারি ভালোসার জন্য?

এটা কী আমাদের জন্যে?

তাদের জন্যই এই ১৪ ফেব্রুয়ারি- বিশ্ব ভালোবাসা(!) দিবস-

ইউরোপ-আমেরিকায় যারা Boyfriend-Girlfriend সংস্কৃতিতে বিশ্বাসী,

এখানে যারা বিবাহিত, শুধু বউয়ের শরীর আর পছন্দ হয়না অজুহাতে অপর Girlfriend এর সাথে বসবাস,

যারা কথায়-কথায় আলাদা হয়ে যায়,

যারা ১৮ বছর হয়ে গেলেই বাবা-মা ছেড়ে চলে যায়

যারা ১৮ বছরেও একবার জন্মদাতা মা-বাবা'র খোঁজ নেয় না

যাদের পারিবারিক কোন বন্ধন নেই,

যাদের হৃদয়ে হাহাকার, অশান্তি, ভালোবাসার কোন বন্ধনই অবশিষ্ট নেই।

তার চেয়েও বড় কথা হল- কর্পোরেট কোম্পানী গুলো এই দিনের কথা বলে দারুন ব্যবসা করে থাকে, এমনকি দিন দিন নারীর শরীর বিভিন্ন বিজ্ঞাপন সহ সরাসরি পন্যে পরিণত করার একটি কৌশল মাত্র।

সুতরাং নারীদেরই এগিয়ে আসতে হবে তাদেরকে মিডিয়ায় পণ্য হিসেবে উপস্থাপনের প্রতিবাদে।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304463
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
সাজেদুল ইসলাম লিখেছেন : আপনার সাথে আমি একমত।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
246265
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ ভাই।
304466
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমিও একমত। এই দিনগুলোতে নারী পুরুষদের নগ্নভাবে উপস্থাপনা করার প্রয়াস চালায় কিছু ব্যবসায়ীরা।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
246266
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জী আপনি ঠিকই বলেছেন।
304483
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৪
সাজেদুল ইসলাম লিখেছেন : আপনাকে ধন্যবাদ এমন একটি লেখা লেখার জন্য।
304502
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য বারাকাল্লাহু ফিক।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৬
246329
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
304525
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মুস্লিমরা ভালোবাসতে জানে বৈকি! ঘরে ১ ডজন বিবি, যৌনদাসী, বাদী, নারী গনিমত.....
304542
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৫
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হ্যাঁ, আপনার কথামত ১ ডজন যদি হয়েও থাকে তাঁরা আছেন স্ত্রীর মর্যাদায়। যদিও আপনার কথা সত্য হলে যারা এরুপ করছেন, তাঁরা মুসলিম বটে- তবে ইসলাম সেরুপ সমর্থন করেনা, যেটি আপনি বলছেন।

কিন্তু আপনাদের যারা পণ্য বানিয়ে রেখেছে- ভালো লাগলে ব্যবহৃত অন্যথায় পরিত্যক্ত, যারা আপনাদের দেহ ভোগের সামগ্রী বানাতে ব্যস্ত, পণ্য সামগ্রীতে বিজ্ঞাপনের মডেল আপনাদের মতই নগ্ন শরীর, আপনাদের ব্যক্তিত্ত সেটাই যা হাজারো পুরুষের চোখে আপনাকে কেমন দেখায় সেটি,পুরুষের চোখে আপনি আনন্দের খোরাক, আপনি তাদের লালসার তৃপ্তি, আপনি তার স্ত্রী নন- ভোগের গার্লফ্রেন্ড- অসুবিধা কী? থাকুন আপনি ওখানেই।
304641
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৬
হতভাগা লিখেছেন : ভ্যালেন্টাইন ডে তে গিফটের খুব ব্যবসা হয় আর প্রসাধনীরও ।

এসবের ব্যবসায়ীরা এটা বন্ধ হোক তা কখনই চাইবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File