ছোট্ট দু'টো ছড়া
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৩ মার্চ, ২০১৫, ০৮:০৫:৫৪ সকাল
এক/
বল্ দেখি কার লম্বা গলা?
প্রশ্ন করেন কাকা-
চোরের মায়ের - জোরের সাথেই
চেঁচিয়ে বলে রাকা।
দুই/
পড়িস নে তুই কেন ভোলা?
স্যার বললেন রাগে-
বললে ভোলা- পড়লে যে স্যার
ভীষণ ব্যথা লাগে।
বিষয়: সাহিত্য
৯৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন