বসন্ত এবার আগেই আসল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ মার্চ, ২০১৫, ০২:৪০:৩৯ রাত
আমার প্রিয় অলামেট রিভারটি সুন্দর হয়ে উঠছে। এবার বসন্ত আগেভাগেই চলে আসল। এবার শেতের প্রকোপ ছিলনা,অবশ্য এখানে শীত তেমন পড়েনা। কয়েক সপ্তাহ পূর্বেই কিছু গাছে ফুল ফুটতে দেখে বুঝলাম গাছেরা বসন্তের আন্দাজ করে কাজ শুরু করে দিয়েছে।
সুন্দর রাস্তার পাশ ধরে,সুন্দর ফুলফোটা গাছগুলোর নীচ দিয়ে হাটতে ভালই লাগে। মাঝে মাঝে সাইকেল নিয়ে নদীর ধারের চমৎকার রাস্তাটা ধরে আনমোনা হয়ে যাই। মাস খানেক আগে নদীর দুকূল উপচে প্রবাহিত হচ্ছিল কিন্তু এখন তা একেবারে কমে গেছে। পানির স্তর কমতে কমতে তলানীতে পৌছবে। যেসব ঘাসের উপর পলি জমেছিল,সেসব স্থান আবারও ঘাসপূর্ণ হয়ে উঠেছে। যেসব গাছগুলো নদীর ধারে ঝোপের সুষ্টি করেছিল সেগুলোতে শিঘ্রই পাতা গজাবে। ব্লু বেরী গাছে আবারও বেরী ধরবে। আর আমি পাকাগুলো ছিড়ে মুখে পুরে দেব।
নদীর ধারে বসে থাকি,ভাল লাগে। এখনও ঠান্ডা বাতাস বয় কিন্তু কড়া রোদে বসলে গায়ে লাগেনা। তাপমাত্রা বাড়তেই আছে। সুন্দর নদীর পাশে বিশুদ্ধ হাওয়া থাওয়া কিংবা নিশ্চিন্তে নদীর ধারে,ফুটপাথে হাটার সৌভাগ্য বহু রাজারও হয়না।
গতকাল এক নতুন স্থানে গেলাম। উদ্দেশ্য সবুজ খামারের রাস্তা ধরে চলা। এমন সুন্দর রাস্তা যে মন ভরে যায়। কৃষকদের বাড়ি বরাবরই দারুন। এরা ধনী কৃষক তাই অনেক পয়সা খরচ করে চমৎকার সব বাড়ি তৈরী করেছে। সবুজ ঘাসের বুকে ভেড়ার পাল এবং গরুদের বিচরণ দেখতে ভাল লাগে।
জীবন সত্যিই সুখময় আলহামদুলিল্লাহ্ ।
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা কি প্রবাসীদের নিয়ে পোস্ট ?
সাজে বনভুমি সুন্দরি
চরনে পায়েলা রুমুঝুমু
মধুপ উঠেছে গুঞ্জরি।
মন্তব্য করতে লগইন করুন