বসন্ত এবার আগেই আসল

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ মার্চ, ২০১৫, ০২:৪০:৩৯ রাত



আমার প্রিয় অলামেট রিভারটি সুন্দর হয়ে উঠছে। এবার বসন্ত আগেভাগেই চলে আসল। এবার শেতের প্রকোপ ছিলনা,অবশ্য এখানে শীত তেমন পড়েনা। কয়েক সপ্তাহ পূর্বেই কিছু গাছে ফুল ফুটতে দেখে বুঝলাম গাছেরা বসন্তের আন্দাজ করে কাজ শুরু করে দিয়েছে।

সুন্দর রাস্তার পাশ ধরে,সুন্দর ফুলফোটা গাছগুলোর নীচ দিয়ে হাটতে ভালই লাগে। মাঝে মাঝে সাইকেল নিয়ে নদীর ধারের চমৎকার রাস্তাটা ধরে আনমোনা হয়ে যাই। মাস খানেক আগে নদীর দুকূল উপচে প্রবাহিত হচ্ছিল কিন্তু এখন তা একেবারে কমে গেছে। পানির স্তর কমতে কমতে তলানীতে পৌছবে। যেসব ঘাসের উপর পলি জমেছিল,সেসব স্থান আবারও ঘাসপূর্ণ হয়ে উঠেছে। যেসব গাছগুলো নদীর ধারে ঝোপের সুষ্টি করেছিল সেগুলোতে শিঘ্রই পাতা গজাবে। ব্লু বেরী গাছে আবারও বেরী ধরবে। আর আমি পাকাগুলো ছিড়ে মুখে পুরে দেব।

নদীর ধারে বসে থাকি,ভাল লাগে। এখনও ঠান্ডা বাতাস বয় কিন্তু কড়া রোদে বসলে গায়ে লাগেনা। তাপমাত্রা বাড়তেই আছে। সুন্দর নদীর পাশে বিশুদ্ধ হাওয়া থাওয়া কিংবা নিশ্চিন্তে নদীর ধারে,ফুটপাথে হাটার সৌভাগ্য বহু রাজারও হয়না।

গতকাল এক নতুন স্থানে গেলাম। উদ্দেশ্য সবুজ খামারের রাস্তা ধরে চলা। এমন সুন্দর রাস্তা যে মন ভরে যায়। কৃষকদের বাড়ি বরাবরই দারুন। এরা ধনী কৃষক তাই অনেক পয়সা খরচ করে চমৎকার সব বাড়ি তৈরী করেছে। সবুজ ঘাসের বুকে ভেড়ার পাল এবং গরুদের বিচরণ দেখতে ভাল লাগে।

জীবন সত্যিই সুখময় আলহামদুলিল্লাহ্ ।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306963
০৩ মার্চ ২০১৫ রাত ০২:৫০
আফরা লিখেছেন : আলহামদুলিল্লাহ্ । জীবনটা আসলেই সুখের আমার কাছে ও । শুধু মৃত্যর কথা মনে হলেই আর কিছু ভাল লাগে না ।
০৩ মার্চ ২০১৫ রাত ০৩:২৯
248340
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যখন রহমত করেন তখন জীবনটা অতি সুখের মনে হয়। এই শান্তি যে কোনো অবস্থাতেই আসতে পারে। অর্থ সম্পদ প্রয়োজনীয় বিষয় কিন্তু শান্তি আনার ক্ষেত্রে এগুলো তেমন প্রভাবশালী উপাদান নয়। বান্দা যখন তার সকল বিষয় আল্লাহর কাছে চায়,আল্লাহ খুশী হয়ে তাকে পৃথিবীতেও সম্মান মর্যাদা দান করেন,তাকে আত্মিক শান্তি দান করেন। সেটা উপলব্ধী করতে হবে। আর প্রতিনিয়ত ভাবতে হবে আমরা এখানে স্থায়ী নই। আমরা অনন্ত কালের চিরস্থায়ী শান্তির জন্যে এই ক্ষুদ্র জীবন পরিচালনা করছি। প্রতি মুহুর্তেই প্রস্তুত থাকতে হবে,যদিও আমরা তা পারিনা। মুমিনের অবস্থাটা এরকম যে-সে ভয় পাবে আবার ভরসাও পাবে। মৃতূুর উপলব্ধী থাকলে অন্যায় করা কঠিন হয়ে পড়ে। এতে মানুষ বেশী দায়িত্ব সচেতন হয়।
306978
০৩ মার্চ ২০১৫ সকাল ০৭:৩৩
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ! আমরা এখনও বরফের নীচে৷ আরও মাস দেড় দুই পরে গাছে পাতা আসবে, মাঠের মরা ঘাস দেখা যাবে৷ আমরা বাগান করার জন্য তৈরী হব৷
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:০৩
248385
দ্য স্লেভ লিখেছেন : তাইলে অারামেই আছি। আমার ফুফাত ভাই কিছুদিন পর সাসকাটুন যাচ্ছে বউ ছেলে নিয়ে। দেশে এক কোম্পানীর বড় কর্মকর্তা ছিল। লাখ দেড়েক টাকা বেতন পেত। কিন্তু কানাডায় কোন দু:খে যাচ্ছে ভেবে পেলাম না। মনে হচ্ছে হাড়ে হাড়ে বুঝবে ওখানকার কাহিনী কি। আমার মনে হয় তার ধারনা ওখানে সে আরও বেশী টাকা বেতন পাবে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সে কি ভুল সিদ্ধান্ত নেয়নি ? কারো কথা শুনল না...
306993
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৮
হতভাগা লিখেছেন : ৩য় বিশ্বের রক্ত শুষে উনারা ভালই সুখে আছেন । কেউ কেউ তাদের স্লেভ হয়ে ভালই মানিয়ে নিয়েছেন । আর আমরা হয়ে আছি হতভাগা।

এটা কি প্রবাসীদের নিয়ে পোস্ট ?
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:০৫
248386
দ্য স্লেভ লিখেছেন : আরে না ভাই এইটা আমার নিজস্ব ফিলিংস Rolling on the Floor Rolling on the Floor আসলেই আপনার কথা সত্য....কিন্তু আপাতত কিছু করার নেই। দেশে গেলে ব্যবসা করতে পারতাম কিন্তু তাতে দুনিয়ার গোলযোগও রয়েছে। ন্যায় নীতি সংক্রান্ত বিষয়ও রয়েছে। তাই ভাল আছি
307004
০৩ মার্চ ২০১৫ সকাল ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসে বসন্ত ফুলবনে
সাজে বনভুমি সুন্দরি
চরনে পায়েলা রুমুঝুমু
মধুপ উঠেছে গুঞ্জরি।
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:০৬
248387
দ্য স্লেভ লিখেছেন : এ তো পুরো রবী বাবুর স্টাইল হল Happy Happy Happy
০৩ মার্চ ২০১৫ রাত ০৯:০৯
248438
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাজি সাহেব কে রবি বাবু বানাই দিলেন!!
০৪ মার্চ ২০১৫ দুপুর ১২:১২
248500
দ্য স্লেভ লিখেছেন : ও তবে এই ব্যাপার,ভাবছিলাম আপনি লিখেছেন Happy আমার আর কি দোষ বলেন ! সামু ব্লগে রবী ঠাকুরের কবিতা নিজের নামে লিখেছিলাম এই লক্ষ্যে যে প্রগতিবাদী,বরী প্রেমিকরা বুঝতে পারে কিনা। কিন্তু তারা আমার বপক প্রশংসা করল। একজন অবশ্য একটু ভুল ধরেছিল Rolling on the Floor Rolling on the Floor
307025
০৩ মার্চ ২০১৫ দুপুর ০১:২৪
আবু জান্নাত লিখেছেন : শুধু দুনিয়ায় নয় আখিরাতেও যেন সুখি হতে পারেন, এটাই কামনা করি। জাযাকাল্লাহ খাইর
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:০৭
248388
দ্য স্লেভ লিখেছেন : আহ এই দোয়াটাই তো সবথেকে উত্তম হল। আপনার জন্যেও একই দোয়া
307056
০৩ মার্চ ২০১৫ দুপুর ০৩:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। দারুণ ভালো লাগলো লিখাটি। জাজাকাল্লাহু খাইর।
০৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৪
248429
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ। এই লেখা ভাল লাগার কিছু নেই,তবে আমার কর্মকান্ডে আমার ভাল লেগেছে Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File