নববর্ষে ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায় ★ শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০১ জানুয়ারি, ২০১৫, ০৮:৫২:৫১ সকাল

সকল জীবন ধকলবিহীন

নকলবিহীন

সুখে,

শান্তিতে থাক ক্লান্তিবিহীন

ভ্রান্তিবিহীন

বুকে।

ফুল ফুটুক আর ডাকুক পাখি,

মাখুক আঁখি

আলো,

ঘৃণার ঘরে বীণার স্বরে

মুছুক মনের

কালো।

কেউ না যেন দুঃখে থাকে

রুক্ষে থাকে

একা,

ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়

গন্ধে জড়াই

লেখা।

বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298495
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৬
শঙ্কর দেবনাথ লিখেছেন : টুডে ব্লগের সকল সহ ব্লগার, পাঠক পাঠিকা ও ব্লগের সকল কর্মকর্তাদের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালোয় এবং আলোয় থাকুন। ★ শঙ্কর দেবনাথ।
298497
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৬
জোনাকি লিখেছেন : সুন্দর ছড়া। আপ্নাকেও নববর্ষের শুভেচ্ছা।
298904
০৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫০
শঙ্কর দেবনাথ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File