নববর্ষে ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায় ★ শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০১ জানুয়ারি, ২০১৫, ০৮:৫২:৫১ সকাল
সকল জীবন ধকলবিহীন
নকলবিহীন
সুখে,
শান্তিতে থাক ক্লান্তিবিহীন
ভ্রান্তিবিহীন
বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি,
মাখুক আঁখি
আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের
কালো।
কেউ না যেন দুঃখে থাকে
রুক্ষে থাকে
একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়
গন্ধে জড়াই
লেখা।
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন