বউয়ের চাপে পড়ে পুরোনো দিনের গান গাইলাম গতকাল
লিখেছেন লিখেছেন চোরাবালি ০১ জানুয়ারি, ২০১৫, ০৮:৩২:০৮ সকাল
বউয়ের পিড়াপিড়িতে গান গাইতেই হল গতকাল রাতে। যেহেতু সে পুরোনো দিনের গান শুনতে চেয়েছে তাই পুরোনো দিনের গানই গাওয়ার চেষ্টা করাম ২/৪ লাইন।
# ও নিমাই দাঁড়া রে হে----------------এ
দাঁড়ারে নিমায় দেখিব তোও ও রে--
ঘরে বধু বিষ্ণ প্রিয়া জনমও দুখিনি---------
তেলে বেগুনে জলে উঠল। না শোনালে না শোনাবা এই ফাইজলামোর কি মানে--
মান ভাঙাতে আমি বললাম আচ্ছা ঠিক আছে সিনেমার গান শোনায়-
# আকাশ থেকে পড়ল যে কারেন্টেরই খাম্বা
গোল গাল মুখের গড়ন নাকটা যে তার লম্বা
আয় আয় সোহাগী কাছে আয়
নে নে বুকে তে টেনে নে-
এবার আরো রেগে গিয়ে; সব সময় কি ফাইজলামো না করলে ভাল লাগে না- বিরক্তের কিন্তু সীমা আছে বলে দিলাম- বললাম আচ্ছা এবার রোমান্টিক গান শোনায়
# বেদের মেয়ে জোছনা আমার কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে
---------------------------------------
এবার সে খিল খিলিয়ে হাসতে শুরু করল; সাথে বাচ্চা দুটিও মায়ের হাসির সাথে তাল মিলিয়ে বলতে শুরু করল; আব্বু এসব কি গান বলছে রে--
মিনতি করে বললাম যে; ধর্য্য ধর; আমি তোমাদের সুন্দর একটা পুরোনো দিনের গান শোনাচ্ছি--
# ড্যাগেরও ভিতরে চাইলে ডাইলে উতরাইলিতো সয়
সে উতরানি মোরে উতরাইলি-----
স্যাম পিরিতি আমার অন্তরে---
মা আর ছেলে মিলি হাসতে হাসতে শেষে। দয়া হল আমার ৩বছর বয়সী ছোট্ট ছেলেটার। ধমক দিয়ে বলল- চুপ; চুপ; একদম চুপ বাবা গান বলছে না। বাবা চলরে আমরা অন্যঘরে যায়; ওরা অনেক দুষ্ট।
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সব সময় কি ফাইজলামো না করলে ভাল লাগে না- বিরক্তের কিন্তু সীমা আছে বলে দিলাম"
বউদের থেকে এমন শুনতে কতই না ভাল লাগে............
কুমিল্লায় আসতেছি কয়দিন পর। তখন আপনার গান শুনাতে হবে কিন্তু।
কয়দিন পরই আসতেছি...ইনশাআল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন