ছড়া - ঘটনা রটনা

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪২:২৯ সকাল

সেনেদের বড়ছেলে

ভয়ানক রাগ করে,

বাঘটাকে দা টা মেরে

কাটে দুই ভাগ করে।

এত বড় বীর ছেলে!

তাজ্জব বনে সব

ছোটে লোক দলে দলে

বিস্মিত মনে সব।

রটে দ্রুত ঘটনাটা

চারদিকে হাঁকডাকে,

এসে দেখে কেটেছে সে

দেয়ালের বাঘটাকে।

বিষয়: সাহিত্য

৮৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297054
২৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
লজিকাল ভাইছা লিখেছেন : Awesome !!!!
297418
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫১
শঙ্কর দেবনাথ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File