ছড়া - ঘটনা রটনা
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪২:২৯ সকাল
সেনেদের বড়ছেলে
ভয়ানক রাগ করে,
বাঘটাকে দা টা মেরে
কাটে দুই ভাগ করে।
এত বড় বীর ছেলে!
তাজ্জব বনে সব
ছোটে লোক দলে দলে
বিস্মিত মনে সব।
রটে দ্রুত ঘটনাটা
চারদিকে হাঁকডাকে,
এসে দেখে কেটেছে সে
দেয়ালের বাঘটাকে।
বিষয়: সাহিত্য
৮৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন