নিঃসঙ্গতার মাঝে মগ্নতা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:২২:১৪ রাত
নিঃসঙ্গতার মাঝে মগ্নতা পেয়ে বসে
দগ্ধতার যন্ত্রনা কাতর স্মৃতিতে।
রক্তক্ষরণ, দুটি হ্রদয়ানুভুতির একীভূত আবেগ
কিংবা একাকীত্ব কতটা সময় বয়ে চলে বিদ্যুৎ গতিতে।
-
সূচনাটা অনেকের মনে থাকে না সফলতা পেলে,
দীর্ঘ উত্তপ্ত পথচলার উম্মাদনা কেবল কল্যাণব্রতীদের,
যুদ্ধক্ষেত্রের দুর্দান্ত নিহত যুদ্ধা জানে না তার বিজয়
অথচ বিজয় মাল্য পায় যারা যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠদেশ দেখায়,
নিয়তি তাড়িত মানুষ জীবনের খরস্রোতে সাঁতরায়;
সায়াহ্নে দেখে প্রাক সূচনাতে যবনিকা।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন