ছড়াঃ গান- ফান / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৯:৩৯ সকাল
গান বোঝে না
ফান বোঝে না
কুকুর করে ঘেউ,
শেয়াল হলো
গানের রাজা
গলায় সুরের ঢেউ।
শেয়াল মশায়
খেয়াল ধরে
গভীর বনে রাতে,
বিরক্তিতে
ভেংচি কাটে
কুকুর সাথে সাথে।
বিষয়: সাহিত্য
৯০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন