কবিতাঃ পৌরাণিক গাছ/ শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৭:৫৫ সকাল
হঠাৎ কখনো রাত রমণীয় হলে
ধমনীর মধ্যে হাঁটে
কোনো এক কমনীয়া রমণীর হাসি-
বহুদুর থেকে যেন
ইশারা পাঠায় কোনো অনিমিখ
চোখ
আর
স্বপ্নতৃষ্ণা সুখে
বুকে মাখে প্রাচীন পিপাসা
আধুনিক অন্ধকারে
চোখ মেলে পৌরাণিক ভাষা---
বিষয়: সাহিত্য
৮৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখ মেলে পৌরাণিক ভাষা’ সত্যি অসাধারণ। এবং বাস্তবতা। দিন দিন এই অন্ধকার বাড়ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে।
মন্তব্য করতে লগইন করুন