মায়ের হাতের শীতের পিঠা
লিখেছেন লিখেছেন না বলা কথা ০৯ ডিসেম্বর, ২০১৪, ১০:১১:১৪ সকাল
শীতের দিনে মনের কোনে
উঠে ভীষণ ঝড়
কবে আমি ফিরে যাব
আমার আপন ঘর।
ঢাকার বুকে পরের বাসায়
টিকে না আর মন
গ্রামের স্মৃতি আমার চোখে
বাসে সারাক্ষণ।
ফুটপাতের ঐ পিঠাগুলো
বিষের মত লাগে
মা যে আমার যত্ন করে
তেলের পিঠা ভাজে।
মায়ের হাতের শীতের পিঠা
খেতে ভীষণ স্বাদ
তাইতো মোরা মায়ের জন্য
করব আর্শিবাদ।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খেতে ভীষণ স্বাদ
তাইতো মোরা মায়ের জন্য
করব আর্শীবাদ
মা-ই পৃথিবী মা-ই বেহেশত
অসম্ভব সুন্দর হবে| ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন