বাবার ছেড়া মোজা
লিখেছেন লিখেছেন না বলা কথা ২১ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩৭:৩০ দুপুর


ছোট বেলায় বাবাকে দেখতাম ছেড়া মোজা পরতে ( আমার মত হয়তো অনেকেই দেখেছেন)। কিন্তু কেন বাবা ছেড়া মোজা পরত তা বুঝতে পারতাম না। বাবাকে কৃপনও বলতে পারছিনা কারণ যখনই বাবার কাছে টাকা চাইতাম সাথে সাথে দিয়ে দিত। তাহলে কেন বাবা ছেড়া মোজা ও গেঞ্জি (শার্টের নিচে যে টা পরতে হয়) ব্যবহার করতো। আজ যখন দায়িত্ব নিয়ে স্ত্রী, সন্তান, পিতামাতা ও নিকট আত্নীয়দের ভালবাসতে হয় তখনই কেন যেন খুব হিমশিম খেতে হয়। ঠিক এ পর্যায়ে এসে যখন আমার ছোট্ট মেয়ে আমাকে বলল বাবা তোমার মোজা ছেড়া ঠিক তখনই আমি উত্তর পেলাম কেন বাবার মোজা ছেড়া ছিল।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আহ! বাবারা এমনই হয়।
মন্তব্য করতে লগইন করুন