কারাগারের কথোপকথন
লিখেছেন লিখেছেন না বলা কথা ১৫ এপ্রিল, ২০১৫, ০৯:৪৭:১৬ সকাল
বলল, শোন আজকে তোমার হয়ে যাবে ফাঁসি
কথা শুনে আমি তখন মুচকি মুচকি হাসি।
ক্ষমা তুমি চাইলে না যে, সাহস তোমার বেশ
নিরপরাধ আমি যে ভাই , রাখলাম তার রেশ।
জীবন প্রদীপ নিভে যাবে কয়েক ঘন্ট পর
চিন্তা নেই ভাই জান্নাতে যে , আছে আমার ঘর।
ফাঁসির মঞ্চে হাসছ তুমি , পাগল হলে নাকি
জান্নাতে যাওয়ার আর তো মাত্র কয়েক মিনিট বাকী।
তোমার কাছে শিখলাম আমরা নীতি কাকে বলে
ন্যায়ের পথে চললে কি আর আপোষ করা চলে।
তুই চলে যা নীতি নিয়ে আমরা আছি বেশ
ভাই, কয়েক দিন পর তোমার জীবনও হয়ে যাবে শেষ।
আমি পাব জান্নাত আর সুন্দরী সব হুর
আল্লাহ বলবেন, পাপীদেরকে এবার আগুনেতে পুড়।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন