নববর্ষের দিন

লিখেছেন লিখেছেন না বলা কথা ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:৪৭:৫১ দুপুর



বছর ঘুরে আবার এলো নববর্ষের দিন

সেই খুশিতে চারিদিকে বাজঁছে সুখের বীন।

পান্তা ইলিশ খাবে সবাই বটমূলে বসে

বাসন্তি রং শাড়ি পড়ে ললনারা হাসে।

ঐতিহ্যের কথা বলে পূজার নেইকো শেষ

বির্ধমীরা দেখে বলে বাহ্ বেশ বেশ।

মেলার নামে জুয়া খেলা চলছে সরগরম

প্রশাসনের দৃষ্টি এখন শতভাগ নরম।

মুল্লারা সব ফতুয়া দেয় হারাম সবই হারাম

সুশীল সমাজ বলে বেড়ায় আরাম সবই আরাম।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314627
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
314631
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
314816
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৫
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : মান্যবর মুসলিম ভাই-বোনেরা । বাংলাদেশের জনগণের ৯১% মুসলিম । কিন্তু মুসলিমরা অমুসলিম ও নাস্তিকদের সুদুর প্রসারী ষড়যন্ত্র ও কর্মকান্ডের কারণে আজ হিন্দুয়ানী শিরকী-কুফরী-শালীনতাবর্জিত ও ঈমানবিধ্বংষী বাংলা নববর্ষ পালন করছে । মুসলিমদের এই অবস্হা হতে বের হয়ে আসতে হবে । আর এই লক্ষ্যে মুসলিমদের ইসলামী নববর্ষ পালন করতে হবে । সারা বিশ্বে মুসলিমরা ইসলামী নববর্ষ পালন করে (সৌদি আরব ব্যতিক্রম ) । আমি ধারাবাহিকভাবে কীভাবে ইসলামী নববর্ষ সারা বিশ্বে পালিত হয় তা তুলে ধরবো । আজ আমি মালয়েশিয়ায় কীভাবে ইসলামী নববর্ষ পালিত হয় তা তুলে ধরেছি ।

আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File