বাংলানিউজ: হলুদ সংবাদ সারাক্ষণ

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:৪৬:৩৩ দুপুর



শেষ পর্যন্ত অনেক কষ্টে ফাঁসির মঞ্চে তোলা হয় যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে। তাকে ফাঁসির কাষ্ঠে তুলতে বেশ খানিকটা বেগই পেতে হয় তিন জল্লাদ রাজু, পল্টু ও সাত্তারকে। এসময় বেশ চিৎকার চেচামেচিও করেন তিনি। ফাঁসির সঙ্গে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ কথা নিশ্চিত করেছে।

‘কষ্টে ফাঁসির কাষ্ঠে তোলা হয় কামারুজ্জামানকে’ শিরোনামে বাংলানিউজের এমন নির্লজ্জ মিথ্যাচার হয়তো চেতনাধারীদের ক্ষণিকের জন্য উল্লশিত করেছে। কিন্তু আমিসহ বেবাক আমজনতা কেবলই হেসেছে।

এমন নির্লজ্জ নিউজ সাংবাদিকতার জন্য কলঙ্ক। ছিঃ বিরোধীতা করতে গিয়ে এমন হিংসাত্মক নিচু মানসিকতার মিথ্যাচার?

যেখানে অধিকাংশ মিডিয়ায় এসেছে ফাঁসির মঞ্চেও হাসলেন কামারুজ্জামান। বাম রাম সমর্থক পত্রিকাগুলো হাসির কথা কখনোই লিখবেনা এটাই স্বাভাবিক। কারন এটা তাদের চেতনাকে এপোঁড় ওপোঁড় করে দেয়ার মত কষ্টের ব্যপার!! কিন্তু তারা সবাই বলেছে ‘স্বাভাবিকভাবে হেঁটে তিনি ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান’।

অথচ মিথ্যা দায়িত্বশীল সূত্রের নামে বাংলানিউজের এ কেমন সাংবাদিকতা? সাংবাদিকতার মাঝে কি সত্য মিথ্যার কোনো বালাই নেই? যে যা ইচ্ছা তাই নিউজ করতে পারে?

মিথ্যার কাছে মাথা নত না করে মৃত্যুকে বরন করে নিয়ে যিনি প্রাণভিক্ষা চাননি, তিনি কি করে মৃত্যুর ভয়ে চিৎকার চেঁচামেচি করতে পারেন?

এ তো গেলো দুদিন আগের কথা।

আজকে প্রতিটি মিডিয়ায় এসেছে ‘সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত’। কেউ কেউ বন্দুকযুদ্ধের আগে ‘কথিত’ শব্দ ব্যবহার করেছে। কারন সবাই জানে এই বন্দুকযুদ্ধের কাহিনী একটি সাজানো গল্প।

বাম রামের সূতিকাগার, মিথ্যাচারের জনক বিডিনিউজও ‘কথিত’ বন্দুকযুদ্ধ বলে নিউজ করেছে। অথচ বাংলানিউজ শিরোনাম করেছে- ‘সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলা, প্রতিরোধে শিবিরকর্মী নিহত’!!



পুরো নিউজটাকেই পাল্টে দিলো তারা। পুলিশের বিচার বহির্ভূত হত্যার অপরাধকে তারা চাপিয়ে দিলো একজন নিরপরাধ ছাত্রের উপর!!

এভাবেই এরা পুলিশের সন্ত্রাসকে উষ্কে দেয়। একেই বলে তথ্য সন্ত্রাস।

এরা মুখোশধারী সন্ত্রাসী। এরা সাংবাদিকতার কলঙ্ক। সময়ের পরিবর্তনে এদের বিচারই হবে সবার আগে।

নাস্তিকদের ইসলাম কটুক্তির সত্য তথ্য তুলে ধরায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় উষ্কানির মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

একদিন এসব সম্পাদকদেরকেও মিথ্যা নয়, সত্য অভিযোগেই কারাগারে ধুঁকে ধুঁকে মরতে হবে।

বিষয়: বিবিধ

১৬৬১ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314613
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫১
আশাবাদী যুবক লিখেছেন : এরা হচ্ছে পা চাটা কিছু দালাল ৷
কামারুজ্জামান ভাই কেন প্রাণ ভিক্ষা চাইলেননা? কেন রাষ্ট্রপতিকে মুনাফিক বললেন? এসব নিয়ে বাম রাম ছাগল রামদের গা জ্বালা করছিল, তাই এমন সংবাদ ছেপে গাত্রদাহ কিছুটা কমানোর চেষ্টা করছে
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৫
255525
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলেছেন, মূল কারন এটাই।
314615
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৩
খান জুলহাস লিখেছেন : এরা সমাজের কলঙ্ক। এদের জন্য সাংবাদিক সমাজ লজ্জিত। এদের ঘৃনা করাও যায় না। কারণ এরা ঘৃনা পাওয়ারও যোগ্য না
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৭
255526
আহমেদ ফিরোজ লিখেছেন : সাংবাদিকতার পবিত্র পেশাটাকেই এরা অপবিত্র করেছে।
314616
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৫
মাজহারুল ইসলাম লিখেছেন : এদের সংবাদের চেয়ে ফেসবুকের সংবাদ অনেক বিশ্বাস যোগ্য।
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৯
255527
আহমেদ ফিরোজ লিখেছেন : ফেসবুকের কল্যানেই এদের মুখোশ উন্মোচিত হচ্ছে।
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫০
255530
মাজহারুল ইসলাম লিখেছেন : জি ভাইজান।
314617
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১২
ইয়াফি লিখেছেন : এরা হলুদ সন্ত্রাসী! নাস্তিক! এরা জবাবদিহিতা ও দায়বদ্ধতায় বিশ্বাসী নয়। মৃত্যুপথের যাত্রী হয়েও তাঁরা কেন ভি চিহ্ন দেখায় তাতেই এ সন্ত্রাসীদের মাথা নষ্ট!
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩১
255528
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক, ভি চিহ্নটাই ওদের মাথা নষ্ট করে দিয়েছে
314618
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৮
কোমকোম লিখেছেন : এরাই হল আসল সন্ত্রাসী।
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩২
255529
আহমেদ ফিরোজ লিখেছেন : এদের বিচারও একদিন হবে।
314620
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৪
মুিনর লিখেছেন : এরা হলুদ সাংবাদিক।
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৩
255532
আহমেদ ফিরোজ লিখেছেন : হলুদ রংটা যে কি দোষ করলো..!!!!
314623
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৪
খান জুলহাস লিখেছেন : এদের হলুদ বললে হলুদরা লজ্জাবোধ করে। এরা হলো জারস।
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৩
255533
আহমেদ ফিরোজ লিখেছেন : নাহ... প্রমান ছাড়া এটাও বলা ঠিক হবেনা..
314625
১৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৬
মুক্ত কন্ঠ লিখেছেন : অস্ত্র সন্ত্রাসের চেয়ে এই তথ্য সন্ত্রাস হাজার গুন বেশি মারাত্বক। এরাই ৭১ এর যুদ্বাপরাধের মিমাংসিত বিষয়কে সামনে এনে আম্লিগ সরকারকে বাধ্য করেছে এ পথে হাটতে। জাতিকে বিভক্ত করেছে। অস্ত্র সন্ত্রাস দু চারজনকে হতাহত করে, কিন্তু এদের তথ্য সন্ত্রাস পুরো জাতির বিবেককে মেরে ফেলেছে। তথাকথিত একটি কাল্পনিক চেতনার বাণী শুনিয়ে জাতিকে মাতাল করে দিয়েছে।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০৭
255606
আহমেদ ফিরোজ লিখেছেন : অল্প কথায় তাদের মূল পরিচয়টা বলে দিয়েছেন। অনেক ধন্যবাদ।
314642
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশের প্রতিপক্ষ হলো হলুন সংবাদ মাধ্যম।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০৯
255607
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলেছেন ভাই। প্রতিপক্ষের এই হলুদ রংটা যত দ্রুত সম্ভব ঘষে তুলতে হবে। নইলে খারাবি আছে।
১০
314661
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৪
নার্সিসাস লিখেছেন : হলুদ সাংবাদিক মানে ভন্ডামি আর ওরা এভাবে রিপোর্ট না করলে ওদের রুটি রুজির ব্যবস্থা হয়না এবং ওদের চাকুরী থাকবেনা ওদের রিপোর্ট করতে কোন ডকুমেন্ট লাগেনা যতমিথ্যা বলবে তত ভাল রিপোর্টার হবে।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১২
255610
আহমেদ ফিরোজ লিখেছেন : বিবেক বেচে পেট বাঁচাচ্ছে তাইলে তারা। তাইলে চুরি ডাকাতি করলেই তো পারে।
১১
314696
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:০৫
আবু জান্নাত লিখেছেন : এদেরকে সাংবাদিক বললে আসল সাংবাদিকরা লজ্জা পাবে। এরা হল সাংবাদিক নামে জানোয়ার।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১২
255612
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলছেন ভাই।
১২
314716
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৭
মৃনাল হাসান লিখেছেন : ওদেরকে একদিন ঝুলতে হবে। সেদিন ওরা ফাঁসির মঞ্চে উঠতে চাইবেনা। কারন, দুনিয়ার জীবনই ওদের কাছে সব। তাই আমার মনে হয়, ওরা নিজেদের ফাঁসির মঞ্চে কল্পনা করে এমন রিপোর্ট করেছে।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১৫
255613
আহমেদ ফিরোজ লিখেছেন : সুন্দর বলছেন... তাদের নিজেদের পরিণতি(হোক দুনিয়া কিংবা জাহান্নাম) কল্পনা করেই ডেস্ক রিপোর্ট করেছে।
১৩
314720
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৯
আস্তিক লিখেছেন : ব্লগে অনাকাঙ্ক্ষিত কিছু ইংরেজি লেখা আসে, এর কোন প্রতিকার জানা আছে কোন ভাইয়ের,
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১৬
255614
আহমেদ ফিরোজ লিখেছেন : বলতে পারতেছিনা ভাই। আমার এই সমস্যাটা এখনো হয়নি।
১৪
314749
১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। এরা তথাকথিত সাংবাদিক নামের কলঙ্ক এবং সমাজের বিষফোঁড়া এবং এরা সাংবাদিক নয় বিকৃত রুচিহীন। এরাই সমাজের দুরূহ ব্যাধি ক্যান্সার যা সমাজটাকে গ্রাস করছে। এরাই সমাজে আসল চিহ্নিত সন্ত্রাসী। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৫
314772
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সাংবাদিকদের সন্ত্রাসী বললে নাকি কলম তার সাথে নারাজ হয়!

তবে হলুদ সাংবাদিকতাকে যদি সন্ত্রাসী না বলি তাহলে কলম আপনার আমার সাথে নিরবে ক্রন্দন করবে...!

বাংলা নিউজ ওয়ালারা হলুদগুঁড়া না মিশিয়ে হলুদ সাংবাদিকতা করে। দিক্কার জানাচ্ছি ঐ সব সাংবাদিকদের।
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৫
255795
আহমেদ ফিরোজ লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File