পরমাণু গল্প- ছেলেটা এবং মেয়েটা
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৩ নভেম্বর, ২০১৪, ০৭:২৬:০৯ সকাল
মেয়েটা আগুন। জ্বলে। জ্বালায়।
ছেলেটা পতঙ্গ। ওড়ে। পোড়ে।
ছেলেটা আদিম। হাত বাড়ায়।
মেয়েটা রমণী। হাত ধরে।
বৃষ্টি ঝরে।
পৃথিবী পল্লবিত হয়।
বিষয়: সাহিত্য
৮৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন