কবিতার একফোড় 
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৩ নভেম্বর, ২০১৪, ০৮:৪৭:২৩ সকাল
টের পাচ্ছি হাড়ে হাড়ে,
চুলকালে চুলকানী বাড়ে,
ঘুমালে ঘুম হচ্ছে বেশি,
তন্দ্রা কি আর দু-চোখ ছাড়ে?
টের পাচ্ছি হাড়ে হাড়ে,
ঘাটলে শুধুই গন্ধবাড়ে,
ভাবলে অসুখ বাড়বে আরও,
মাংসপেশি আর মজ্জা-হাড়ে।
হাসলে আরও আসবে হাসি,
কাশতে থাকলে বাড়বে কাশি,
যতই খাব বাড়বে খিদে,
ভাবলে শুধু হই উদাসে।
টের পাচ্ছি হাড়ে হাড়ে,
অল্পতে সব শঙ্কা সারে,
অতিরিক্ত থাকলে কিছু,
বাড়বে তবে বোঝা ঘাড়ে।

বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবি হবো ভাবছি
এ লাইনটা বুঝলাম না ডাক্তার সাহেব।
যাত্রী আপু, সত্যি করে বলেন, ৩ সত্যি, কবিতাটি অনেক সুন্দর হয়েছে তাই না
আপনাকে অননেনেনেক ধন্যবাধ।
স্বাগতম, আবার আসবেন
আপনাকে অনননননেক ধন্যবাদ
যাক, কষ্ট করেছেন তাই এই বাট্টু গাছের এ্যপেলটা আপনার জন্য
ভাইয়া, হবু ভাবী যদি বাট্টু হয় তাহেল আপনার ফল কিন্তু বাট্টু হবে
আপনাকে অননননননননেক ধন্যবাদ
আপনাকে অননননননেক ধন্যবাদ।
আপনাকে অননেনেনেেনেনেক ধন্যবাদ এত্তত্তত্তত্ত সুন্দর কোরে একটি কমেন্টস মনের মাধুরি মিশিয়ে আমার লেখায় করারজন্য।
আপনাকে অননেনেনেক ধন্যবাদ ভালোলাগার জন্য।
Please keep it up
মন্তব্য করতে লগইন করুন