আজ সকালে যে মেয়েটি হারিয়ে গিয়েছে

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ১০ নভেম্বর, ২০১৪, ১১:০৭:৫৪ রাত

ঘুম থেকে উঠেই শুনলাম নীলা কে পাওয়া যাচ্চে না।

কেউ বলছে পালিয়ে গেছে, কেউ বলছে হারিয়ে গেছে। কেউ আবার একটু গভীরে গিয়ে বলছে, ইচ্ছে করে চলে গেছে।

আমি এসব কথা শুনে মনে মনে হাসছি। কারন আমি জানি সে কোথায় গিয়েছে।

নীলা আমাদের পাশের ফ্লাটে থাকে। তার সাথে পরিচয় খুব ইন্টারেস্টিং ছিল।

একদিন বিকেলের মিস্টি আলোয় ছাদে উঠে একহাতে চা অন্য হাতে রবীন্দ্রনাথ নিয়ে ভালোবাসার পোস্টমর্টেম করছিলাম।

হঠাৎ পিছন থেকে রিনরিনে গলায় কেউ বলল, আসলেই কি তাই হয়?

আমি চমকে তাকিয়ে চোখ বড় বড় করে বললাম - কিছু বললেন?

- এক জবা দিয়ে কি একই সময়ে দুই দেবীর পুজা হয়?

- কবি মন বারে বারে জোড়াসাঁকো ফিরে আসেন।

- মানে?

- রবির মত কবি মন থাকলে শত দেবীর পুজা হয়। হোক না সে মৃনালিনী অথবা কাদম্বিনী দেবী।

- তাই বুঝি?

- হুম। কি নাম?

- নীলা

- বিষ পান করেছেন নাকি?

- হুম, অনেক। বিষে বিষে নীল কন্ঠ আমি।

নাস্তা সেরে বেড়িয়ে পড়লাম। নীলার সন্ধানে যেতে হবে মেঘের দেশে।

শত ক্রোশ দুরে সাত রঙ্গে রাঙ্গা রংধনু পেরিয়ে নীলাকে পেলাম গোধুলী লগনে।

- কি ব্যাপার কন্যা, কি বুঝে চলে এলে।

- আমি বুঝেছি রাশেদ আংকেল মায়ের প্রেমিক।

- কি শুনেছ তুমি?

- শুনেছি মায়ের শিৎকার।

- তুমি কি করছিলে?

- বইয়ের পর বই। কোচিং এর পর ক্লাস নোট। দিনে পড়া রাতে পড়া।

-তুমি কিছু বলনি?

- বলেছি। কিন্তু বাবা মায়ের ঝগড়ার আওয়াজে ধামাচাপা পড়েছে আমার আকুতি।

- কি পেয়েছ তুমি?

- পেয়েছি জন্মদিনে নতুন জামা। সেই জামা পড়ে যখন বাইরে গেছি, বড় দাদাদের কু-ঈংগিত পুর্ন ইশারা।

- ফিরে যেতে চাও। নতুন সংসার পাবে মেয়ে। হবে নতুন শিশুর জননী।

- নাহ। আমি এখন ভেসে যাব অন্য দিগন্ত। যেখানে নেই রাশেদ আংকেল । নেই অবৈধ শিৎকার। ভালোবাসা পাবার জন্য মানসীর সাথে ঝগড়া নেই ।

- আর আমি।

- তুমি কবি। কবিরা প্রেমিক হয়। আহত হয়না।

(আইডিয়া--জয় গোস্বামী)

বিষয়: সাহিত্য

১১৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283054
১১ নভেম্বর ২০১৪ রাত ১২:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
283055
১১ নভেম্বর ২০১৪ রাত ১২:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুখের ছোঁয়া সবাই চায়" সবাই কি পায়?
ভালো লাগলো
283058
১১ নভেম্বর ২০১৪ রাত ১২:১৭
ফেরারী মন লিখেছেন : কেমন যেন অন্য রকম ইঙ্গিত পেলাম লেখায়। কে জানি বাপু এসব বিষয়ে আমার নলেজ সীমিত Thinking
283064
১১ নভেম্বর ২০১৪ রাত ১২:৫০
আফরা লিখেছেন : আসলে লেখাটা বেশি বুঝতে পারলাম না ।
283081
১১ নভেম্বর ২০১৪ রাত ০১:৫০
আব্দুল গাফফার লিখেছেন : আমার মনের কথাটা আফরা আপা , ফেরারি মন বলে দিলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File