গাধা কিংবা ছাত্রদলের গল্প
লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ০২ জানুয়ারি, ২০১৫, ১০:২৭:৫৪ রাত
.....এই নাও তোমার চা। আয়েশ করে চা খাও, আমি তোমাকে চায়ের কাপের মত ছোট্ট একটা গল্প শোনাই।
এক জঙ্গলে একটা শিয়াল আর গাধার বন্ধুত্ব হয়েছিল। শিয়াল ছিল ব্যবসায়ী আর গাধা ছিল গৃহস্থী।
একদিন গাধা শিয়াল কে প্রস্তাব করলো, দুই বন্ধু মিলে কৃষি খামার করবে। শিয়াল ভাবলো, মন্দ কি। ব্যবসায় ব্যবসা চলবে আর খামার ও চলুক।
তারা প্রথমে আখ এর চাষ করল। শিয়াল বলল, ফসল কম বেশি যাই হোক উপরের অংশ আমার আর মাঠির নিচের অংশ তোমার। গাধা রাজী হয়ে গেল।
যখন আখ বড় হলো, দেখা গেল উপরের আখ গুলো সব শিয়াল নিয়ে যাচ্ছে আর মাঠির নিছে আখের গোড়া ছাড়া কিছুই নাই তার জন্য। গাধা হতাশ হল তার ভাগ্যের উপর।
পরের বার তারা আলুর চাষ করল। এবার গাধা আগে ভাগেই বলে দিল, উপরের অংশ আমার আর নিচের অংশ তোমার। শিয়াল বলল, আচ্ছা আচ্ছা।
আলু ফলনের পর শিয়াল মাঠি খুড়ে সব আলু নিয়ে নিল আর গাধার জন্য রেখে দিল শুধু লতা পাতা। বেচারা গাধা লতা পাতা চিবিয়ে রস খাওয়া ছাড়া উপায় দেখল না।
গাধার খারাপ অবস্থা দেখে শিয়ালের সিমপ্যাথি জাগল। শিয়াল বলল, বন্ধু চলো এবার ধান চাষ করি। এবার উপরের ধান সব তোমার।
গাধা মনে মনে শংকিত হয়ে বলল, না না থাক আমি আর চাষ ই করব না।
....হা হা হা। গল্প শুনে হাসছ। তোমার হাসি দেখতে আমার অনেক ভাল লাগে। কিন্তু গল্পের পরের অংশ শুনে তোমার হাসি হারিয়ে যাবে বলে খারাপ লাগছে।
আমাদের দেশেও ওই গাধা আর শিয়ালের মত দুইটা দল আছে। তারাও সারা জীবন দেশের জনগন কে নিয়ে "চাষ চাষ" খেলে।
গত কয়েকবারের খেলায় বিএনপি হেরে গিয়ে গাধার মত হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হল, সাধারন জনতা এই গাধাদের কেই বেশি সাপোর্ট করে।
পাবলিক সেই কবে থেকে আশা করে বসে আছে গাধা আবার চাষ করবে আর তাদের কে অই ধুর্ত শিয়ালের হাত থেকে বাচাবে।
কিন্তু সে হারছে তো হারছেই।
হারতে হারতে এই শিয়ালেরও বিএনপির প্রতি দরদ জেগে উঠল।
শিয়াল গাজীপুরে আন্দোলন করতে না দিলেও ২ জানুয়ারি ছাত্রদলকে "অনুমতি" দিল যেভাবে খুশি আন্দোলন করার।
কিন্তু গাধা ছাত্রদল মনে মনে শিউরে উঠল। ভাবল, না জানি এটা শিয়ালের অন্য কোন চাল। হতে পারে আমাদের সবাই কে গন গ্রেফতার করে জেলে পুরে দেবে।
তারপর এই কাপুরুষ ছাত্রদল কি করলো জানো???
তাদের মরা সেনাপতির কবরে গিয়ে মুনাজাত করল।
নেত্রীর পা ছুয়ে সেলাম করল।
আর.....
প্রেস ব্রিফিং...
"....আমরা গাধা। আমাদের কেন সমাবেশ করার অনুমতি দেওয়া হল। নিশ্চয় এটা শিয়ালের অন্যরকম ষড়যন্ত্র।....... আমরা অনুমতি দেবার তেব্র ফ্রতিবাদ জানাচ্ছি...."
বিষয়: রাজনীতি
২৩৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন