বর্ষ বরণ
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০২ জানুয়ারি, ২০১৫, ০৮:৫৮:২২ রাত
বর্ষ বরন,বর্ষ বরণ
মানে হলো বস্ত্র হরণ,
দিচ্ছে হানা সম্ভ্রমে
যাচ্ছে ভেসে দেশ ক্রমে।
বর্ষ বরণ,বর্ষ বরণ
নিজের ফাঁদে পরে মরণ,
সতীত্বকে দাও বিলি
জীবনটাকে খাও গিলি।
বর্ষ বরণ, বর্ষ বরণ
হচ্ছে এ কি রক্ত ক্ষরণ,
বাংলাদেশী,বাংঙ্গালী
নয় তো, আমরা কাঙ্গালী।
বর্ষ বরন,বর্ষ বরণ
ব্যাভিচারের নতুন ধরণ,
দেশ ভরে যাক লম্পঠে
একটি রাতের চম্পটে।
বিষয়: সাহিত্য
১২৩৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন