কী হবে ৫ জানুয়ারী!

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ০২ জানুয়ারি, ২০১৫, ০৮:৫৩:২৬ রাত

কী যে হবে ৫ তারিখে

এমন ছোট দেশে,

গর্জে যত বর্ষে না যে

মিলবে প্রবাদ শেষে।

কেউ বলছে দেখে নেবো

কেউ বলছে আয়,

মুখ থাকতে হয়তো এরা

ঠকবেনা কেউ ভাই।

কথায় যেনো আগুন ঝরে

ছুরি কাটাকাটি,

নেতা নেত্রির কথার মালা

আচ্ছা ফাটাফাটি।

কার বলবো ভালো মন্দ

পাইনা খুজে দিশ,

আসলে সব একই ছাচের

কথায় ওদের বিষ।

বলছে সবাই আর খেলোনা

গেলো যে জান মাল,

ক্ষেপলে জাতি বুঝবা ঠেলা

ভাঙবে মাথায় তাল।

এই জনগণ খুবই সরল

দিচ্ছে ধোকা দলে,

দেশের বারো দিচ্ছে বাজায়

খাটার মজা তলে।

আরো কত বলার ছিলো

বললে তানা নানা,

দেখতে হবে শুনতে হবে

বলতে আছে মানা।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298821
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গর্জে যত বর্ষে না যে
মিলবে প্রবাদ শেষে।

এটাই মিলবে শেষে।
298822
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৮
হতভাগা লিখেছেন : বিএনপি বরাবরের মত এবারও পিছটান দেবে
298828
০২ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৭
বিদ্রোহী কবি লিখেছেন : দারুন লিখেছেন কবি
298848
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৯
হাকালুকি লিখেছেন : একটি অর্শ্ব ডিম্ব প্রসব করিবে...।
298858
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৯
দুষ্টু পোলা লিখেছেন : কিছুই না
298870
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৯
udash kobi লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File