মেয়ের থেকে বাপই ভালো ছিলো-
লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৩:২৮:৩১ দুপুর
এক ছিলো কাফন চোরা, লোকে তাকে ঘৃনাভরে থুথু ফেলতো। কেউ তাকে ভালো বলতো না, মনের থেকে ঘৃনা করতো। কারণ তার নাকি বাপের নামটাও কেউ জানতো না এমনই অজাত ছিলো। এই কাফন চোরা যখন মারা যাবে তখন ছেলে মেয়েদের বলে গেলো আমারে তো কেউ ভালো কয়না। তোরা এমন কাজ করবি যাতে লোকে ভালো কয়। কাফন চোরার ছেলে পেলে বাপের পাপের বলি হয়ে জাহান্নামে চলে গেলো। কিন্তু থাকলো এক অজাত বেয়াদব মেয়ে। লোকে অন্তত সস্তির শ্বাস ফেললো যে, এই হারামজাদার মত অকাম করার তো কেউ থাকলো না।
কিন্তু দুর্ভাগ্য- এই অজাত মেয়েটাই শেষ পর্যন্তু বাপের পথ অণুসরণ করলো। বাপের প্রশংসা করাতে উঠে পড়ে লাগলো কিন্ত কোনমতেই কেউ প্রশঙসা করতে রাজি হয়না। যে আকাম করে মানুষের কলিজায় যে আগুন জালিয়েছে তা আজো দাউ দাউ করে জলছে। শেষ মেষ দিশে না পেয়ে বেয়াদব মেয়েটা চিন্তা করে উপায় বের করলো যে, বাপেতো শুধু কাফন চুরি করে এই বদনাম কুড়িয়েছে কেউ ভালো তো বললোই না। গোস্বায় সে ও কাফন চুরির পথ ধরলো, তবে একটু বেশি বেয়াদবির সুরতে। কাফন চুরি করে লাশটা গলায় দড়ি পরিয়ে রাস্তুার মাথায় ঝুলিয়ে রাখতে শুরু করলো। লাশের উপর নিত্য করে উল্লাস করতে লাগলো। এবার লোকে বলা শুরু করলো ওর থেকে ওর বাপই ভালো ছিলো । সে তো শুধু কাফন চুরি করতো আর এ শয়তান তো দেখি কাফনও চুরি করে আবার লাশের গলায় দড়ি দিয়ে রাস্তায় টানিয়ে রাখে,লাশের উপর নিত্য করে উল্লাস করে। ছিঃ ছিঃ এদের দেখি জন্মটায় খারাপ---------
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতের জন্য পুরাই মহা টেনশন একটা নেত্রী জননেত্রী শেখ হাসিনা
মন্তব্য করতে লগইন করুন