সেদিন পুলিশ ঘিরে রেখেছিল
লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ১১ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৩:৫৯ রাত
তাফসির মাহফিলে যা ঘটেছে শুনুন সরাসরি প্রধান তাফসির কারক, ইসলামিক দাওয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা রুহুল আমিনের জবানে---
এই সময়ের এই শাহাদাত শ্রেষ্ট উপমা বাংলাদেশের দ্বীন বিজয়ের দ্বীপ্ত সুচনা। নওশাদ মাহফুজের কন্ঠে ভেসে আসা এই হৃদয় ছুয়ে যাওয়া গানটি আজও গাইলাম তাফসিরুল কোরআন মাহফিলে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য দৃষ্টান্ত রেখে গেলেন সায়্যেদ কুতুবের উত্তরসুরী শহীদ আব্দুল কাদের মোল্লা। যেদিন ফাসির মন্চে তুলে মহান আল্লাহর দিদারে পৌছে দেবার জন্য নাস্তিক জালিম স্বৈরচারী আওয়ামী সরকার আমাদের প্রিয় ভাইকে শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছিল সেদিন আমার মাহফিল ছিলো চৌগাছার সিংহঝুলিতে আমি শাহাদাতের আলোচনা করছিলাম কোরআনরে সুরা মুহাম্মদের ৪-৬ নং আয়াতের তাফসির চলছিলো। পুলিশ আমাকে ঘিরে রেখেছিল মঞ্চ থেকে নামলেই গ্রেফতার করবে। কিন্তু মহান রবের অষেশ কৃপায় ইসলামী আন্দোলনের কর্মীদের চরম বুদ্ধিমত্তায় তাদের সে চেষ্টা ব্যার্থ হয়েছিল। বছর ঘুরে আজো যখন কথা বলছিলাম ঠিক যশোরের মথুরাপুর তাফসির মাহফিলে একই ভাবে ক্ষুধার্থ চতুষপদ জানোয়ারের মত প্রশাসন আর ধর্মনিরপেক্ষবাদীদের চ্যালা চামুন্ডারা ওতপেতেছিলো ব্যার্থ হয়েছে। পারেনি কোরআনের হক কথা বললে আল্লাহ তার গোলাম কে হেফাজত করেন। কণ্ঠ বন্ধ করা যাবেনা। ইনশাআল্লাহ--
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন