পু লি শে র হাতে কা ম ড়
লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ০১ জানুয়ারি, ২০১৫, ০৯:৫৭:২৬ রাত
ঐ হাতে যে ধরছো কত
সরল শিবির কর্মী,
বলছে লোকে পুলিশ নাকি
আসলে বক ধর্মী।
মনের ক্ষোভে তাইতো ওরা
দিয়েছ দাতে ধার,
সামনে এবার আসলে বেটা
বিদায় নিবি মার।
পুলিশ হলো জনগণের
সেবক একটি দল,
লোভে পড়ে সেই পুলিশে
করলো ঘোলা জল।
শিবির হলো এই সমাজের
সত্য ন্যায়ের বীর,
তাইতো ওরা ধর্য্য ধরে
আজো ছিলো থীড়।
শক্ত দেয়াল ঠেকে গেছে
সেই শিবিরের পিঠে,
আর কতযে বলবে ওরা
নরম কথার মিঠে।
তাই পুলিশের হাতে কামড়
তাতে এমন কী,
তবু ভালো শিবির যারা
দিচ্ছে পুলিশ ছিঃ
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
শিবির এখন পাগলা কুকুরের মত হয়ে গেছে । এখন ওরা মরণ কামড় বসাতে শুরু করেছে।
মন্তব্য করতে লগইন করুন