পু লি শে র হাতে কা ম ড়

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ০১ জানুয়ারি, ২০১৫, ০৯:৫৭:২৬ রাত

ঐ হাতে যে ধরছো কত

সরল শিবির কর্মী,

বলছে লোকে পুলিশ নাকি

আসলে বক ধর্মী।

মনের ক্ষোভে তাইতো ওরা

দিয়েছ দাতে ধার,

সামনে এবার আসলে বেটা

বিদায় নিবি মার।

পুলিশ হলো জনগণের

সেবক একটি দল,

লোভে পড়ে সেই পুলিশে

করলো ঘোলা জল।

শিবির হলো এই সমাজের

সত্য ন্যায়ের বীর,

তাইতো ওরা ধর্য্য ধরে

আজো ছিলো থীড়।

শক্ত দেয়াল ঠেকে গেছে

সেই শিবিরের পিঠে,

আর কতযে বলবে ওরা

নরম কথার মিঠে।

তাই পুলিশের হাতে কামড়

তাতে এমন কী,

তবু ভালো শিবির যারা

দিচ্ছে পুলিশ ছিঃ

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298653
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১১
ইসলামিক দাওয়া ফাউন্ডেশন লিখেছেন : ধন্যবাদ
298654
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৩
হতভাগা লিখেছেন :

শিবির এখন পাগলা কুকুরের মত হয়ে গেছে । এখন ওরা মরণ কামড় বসাতে শুরু করেছে।
298664
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৩
অনেক পথ বাকি লিখেছেন : কামড়াইছে। আপনি মিথ্যা বলেন ক্যান? শিবিরকে ধোয়া তুলসি পাতা ভাবার কোনো কারণ নেই
298674
০১ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৬
udash kobi লিখেছেন : ^Happy^ ^Happy^

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File