ভেজাল ওয়াজ
লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ১১ ডিসেম্বর, ২০১৪, ০৯:০৫:৩৭ সকাল
ভেজাল ওয়াজ চলছে দেশে
কেউ রাখেনা খবর,
মিষ্টি সুরের রসিকতায়
ভাবছে হুজুর জবর।
অনেক ওয়াজ এমন আছে
নেই কিতাবে তাহা,
মাঠ জমাচ্ছে রঙগ রসে
বলছে শুনে আহা!
বক্তা হওয়া খুবই সহজ
ইমাম হওয়া কঠিন,
ভুল ধরেনা মঞ্চে কারোর
ইমামের ভুল চঠিন।
অভিযান তো হচ্ছে দেশে
করতে ভেজাল মুক্ত,
শুনবো কবে ভেজাল ব্ক্তা
বিরোধী অভিযান যুক্ত।
-সৌরভ শাহী
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিরোধী অভিযান যুক্ত।
কে ধরবে ভেজাল বক্তা, কথার মাঝে খুঁত
ঠগ বাছতে গাঁ উজাড়, সর্ষের ভেতর ভুত
কথার উপর ট্যাক্স বসাতে চেয়েছিলেন জিয়া
কথায় না কাজে বড় - এই ছবক দিয়া
অল্প বিদ্যা ভয়ংকরি -এটা কি এরা মানে ?
কথা কম কাজ বেশী - সফলেরা জানে
মন্তব্য করতে লগইন করুন