ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ার শাস্তি

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৮:১২ রাত

একবার এক স্বপ্নে রাসুলুল্লাহ (সাঃ) কে কয়েকটি পাপের শাস্তি দেখানো হয়। উল্লেখ্য, নবী-রাসুলদের সব স্বপ্ন ওহী, অর্থাৎ

আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্নঃ “একদিন সকালে রাসুলুল্লাহ (সাঃ) বলেন, আজ রাতে আমার কাছে দুইজন আগন্তুক এসেছিল। তারা আমাকে বললো, আমাদের সাথে চলুন।

আমি তাদের সাথে গেলাম। আমরা এমন এক লোকের কাছে পৌঁছলাম, যে চিৎ হয়ে শুয়ে ছিলো। অপর এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেঁতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে। লোকটি গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে। এবং তা নিয়ে ফিরে আসার সাথে সাথেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বেরমতো শাস্তি দিচ্ছে। রাসুলুল্লাহ (সাঃ) বলেন, আমি আমার সংগী দুইজনকে জিজ্ঞাস করলামঃ এরা কারা? তারা উত্তর দিলেন, এরা হচ্ছে এমন ব্যক্তি যারা কুরান মুখস্থ করে তা পরিত্যাগ করে এবং ফরয নামায না পড়েই

ঘুমিয়ে পড়ে” সহীহ বুখারী, রিয়াদুস সালেহীনঃ ১৫৪৬।

নাউযুবিল্লাহি মিন যালিক, হে আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটিগুলো মাফ করো এবং ভবিষ্যতে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করো, আমীন।

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295554
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২০
আফরা লিখেছেন : ইয়া আল্লাহ আমাকে এই শাস্তি থেকে মাফ করুন ।আমীন ।

জাজাকাল্লাহ খাইরান ।
295586
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা আমাদের এই ধরনের অবস্থা থেকে রেহাই দিন।
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File