মাসের প্রথম দিনটা

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ০১ জানুয়ারি, ২০১৫, ১১:০৯:৪৮ রাত

ব্যাংক থেকে টাকা তুলে বাহিরে এসে দাড়িয়ে লম্বা করে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম।

আজ শহরটা আগের চেয়ে বেশি ব্যস্ত মনে হচ্ছে আজ। তবে এই ব্যস্ততা দেখতেও ভাল লাগছে। এখন আর অফিসে যেতে ইচ্ছে হচ্ছে না।

একটা খালি রিকশা দেখে ডাক দিলাম - "অই হালি"। আমি কখনো রিকশাওয়ালাকে হালি ডাকি না। তবে আজ এই ডাকেও মজা লাগছে।

উঠে বসতেই রিকশাচালক চেংরা ছেলে টা জিগাইল, কই যাইবেন?

আমি ভাব নিয়ে বললাম, চল যেদিকে তোর মন চায়। আর শোন, হাওয়ার বেগে টানবি। বকশিস দিবো।

বকশিসের কথা শুনে ব্যাটার গায়ে আধ-পোয়া শক্তি বেড়ে গেছে। হেলিকপ্টারের মত চলছে। ভালই।

চিমচাম একটা রেস্টুরেন্ট এ ঢুকলাম স্বসংকোচে। এসব রেস্টুরেন্টে খাওয়ার কথা শুধু কল্পনা করতাম। গ্লাসের বাহির থেকে চেয়ে দেখতাম ফিটফাট মানুষ গুলো দেখেই হিংসা লাগতো।

কয়েকটা চিকেন ডমেস্টিক খাওয়ার পর একটা গ্রীল প্যাক করার অর্ডার দিলাম।

মিসেস আর বাবুর জন্য নিয়ে যাব।

আমার মিসেস দুই দিন আগে থেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কবে বেতন পাবো। কত পরিকল্পনা তার।

ছোট বোনের বিয়ের পর সে কোন উপহার দিতে পারেনি। এবার ছোট বোন আর তার স্বামীকে দাওয়াত করে খাওয়াবে। একটা শাড়ি দিবে।

আমাকে আর বাবুকে নিয়ে চিড়িয়াখানা জাদুঘরে বেড়াতে যাবে। একদিন বাহিরে খাবে। ঘরের চুলা বন্ধ।

আরো কত কি। সে জানে তার স্বামী একজন গরীব কেরানী। এসব কিছুই করা হবেনা তার সংসারে। তবুও....

বাবু এবার ক্লাস সিক্সে। কতদিন ধরে সে বায়না করছে সাইকেল কিনবে। আমি বলেছিলাম বেতন পেলে কিনে দেব।

আজ সেও কত আশা নিয়ে অপেক্ষা করছে, বাবা বাড়ি ফিরার সময় সাইকেল নিয়ে আসবে।

আমি জানি এসবের কিছুই করা হবেনা এই বেতনে।

তবুও একটা দিন হোকনা একটু অন্যরকম।

মাসের প্রথম দিন টা বেচে থাকার আনন্দ নিয়ে কাটুক না ।

সমস্যা নেই তো।

বিষয়: সাহিত্য

১৩৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298688
০২ জানুয়ারি ২০১৫ রাত ১২:৩৬
সামসুল আলম দোয়েল লিখেছেন : Rose Rose ভালো লাগলো
298695
০২ জানুয়ারি ২০১৫ রাত ০২:১১
আফরা লিখেছেন : হিসাবের জীবন অনেক ভাল ।হিসাব করে চল্লে অল্প টাকাও সুন্দর ভাবে চলা যায় । প্রতি মাসে অল্প অল্প টাকা জমিয়ে একটা জিনিস কিনলে সেটাতে অনেক আনন্দ পাওয়া যায় । অনেক টাকা চাইলাম আর কিনলাম এটাতে কোন আনন্দ নাই ।

গল্প তো গল্প ই তবে ভাল হয়েছে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File