ABP আনন্দবাজার পত্রিকাঃ এই মিথ্যাচারে শেষ কোথায়?
লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ২৩ জুন, ২০১৫, ১২:২৫:৫৮ দুপুর
. "রাত ২টায় ধোনীর হোটেল রুমে গিয়ে মোস্তাফিজের জন্য ব্যাট চাইলেন মাশরাফি "
২. "বাংলাদেশি সমর্থকদের হাতে মার খেলেন খ্যাতিমান ভারতীয় ফ্যান সুধীর "
শিরোনাম গুলো দেখলে মনে হবে - সত্য হতেও পারে। মনে হবে, মাশরাফি হয়তো উদারতা দেখিয়ে ধোনীর সাথে দেখা করতে গিয়েছিল।
হয়ত মুস্তাফিজ কে সাথে নিয়ে গিয়েছিল। আর ধোনীরে সাথে আলাপচারিতায় আইপিএল এ মুস্তাফিজের সম্ভাবনার কথা বলেছিল।
কিন্তু আসলেই কি সত্য।
এক চুল পরিমাণ ও না। বরং মাশরাফির কাছে "রাত ২টায় ধোনীর সাথে সাক্ষাতের বিষয় " জানতে চাইলে কিছুটা চটে যায় টাইগার ক্যাপ্টেন।
আসলেই তো, টানা দুই ম্যাচ জিতে মাশরাফির মুড যখন তুঙ্গে, তখন কেন মুস্তাফিজে কে আইপিএলে খেলার সুপারিশ করতে যাবেন?
মাশরাফি রে কি কেউ কামড়ায়???
অন্যদিকে তুনকো বিষয় নিয়ে তুলকালাম কাহিনী বানিয়ে ফেলা ইন্ডিয়ান মিডিয়ার মুখে চুন কালি দিয়েছে সুধীর গৌতম নিজেই।
সে ইন্ডিপেনডেন্ট টিভিতে সাক্ষাতকার এ স্বীকার করেছে কেউ থাকে মারেনি। হিট করেনি। ধাওয়া করেনি।
শুধু খেলা শেষে স্টেডিয়াম থেকে বেরুনোর সময় ধাক্কা খেয়েছেন।
এতেই নাকি আনন্দবাজার পত্রিকার চোখে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে।
কিন্তু ফেলানী কে ধর্ষণ করে পিটিয়ে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখলেও কারো পশম খাড়া হয়না।
আমাদের ইম্রান এইডসের কথা আর কি কহিব। তিনি সেই ধাক্কাধাক্কির মধ্যেও নাকি গামাত-শিবিরের গন্ধ খুজিয়া পাইয়াছেন।
আমি বলি কি, এমন ঘ্রান শক্তি ওয়ালা কুকুরকে #স্কডল্যান্ড_ইয়ার্ডে সুযোগ দেওয়া হইলে অপরাধী সনাক্তকরন অতি সহজ হইয়া যাইত।
জ্ঞানীজন এদিক টা ভাবিয়া দেখিবেন পিলিজ কইরা।
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার নেমেছে নোংরা খেলায় । এটা তাদের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু না ।
ওরা এমনই । আর কারও সাথে খেলে জিততে পারবে না । জিম্বাবুয়েতেও যাচ্ছে না ।
আর কত বাঁশ খাবে ? খাওয়ারও তো একটা লিমিট আছে ।
আননন্দবাজার নিয়ে অনেক আগে একটা ব্যাঙ্গ কবিতা লিখেছিলেন মরহুম হাবিবুল্লাহ বাহার।
"বাগবাজারে বলদেরা কাঁদে নাই টবে ঘাস-জল
গোয়াল ভাঙ্গিয়া কসাইখানায় চলরে চল"
মন্তব্য করতে লগইন করুন