কাব্যে সূরা-কাফিরূন
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১১ নভেম্বর, ২০১৪, ১২:২০:০৮ রাত
নবী মুহাম্মাদ (সঃ) এর কাছে বলল
কাফেররা এসে
এসো মুহাম্মাদ (সঃ) তোমার সাথে এক
সমঝোতা করি বসে।
কিছুটা সময় করব আমরা
তোমার রবের উপাসনা
আর কিছুটা সময় করবে তুমি
আমাদের দেবতার উপাসনা।
এমন সময় নাজিল হলো
সূরা আল-কাফিরুন
স্পষ্ট জানিয়ে দেয়া হলো মুসলমানদের
সত্য-সুন্দর গুণ।
বল হে! মুহাম্মাদ কাফেরগন সব শোন
আমি তার ইবাদত করি না
তোমরা যার ইবাদত কর।
তোমরা তাঁর ইবাদত কারী নও
যার ইবাদত আমি করি।
এবং আমিও তার ইবাদত কারী নই
যার ইবাদত তোমরা কর।
আর তোমরাও তাঁর ইবাদত কারী নও
যার ইবাদত আমি করি।
তোমাদের দীন শিরকী ধর্ম
রইল তোমাদের জন্যে
আমার সত্য-সুন্দর শ্বাশত চির শান্তির ধর্ম
ইসলাম আমার জন্য।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন