ভাল মানুষ হওয়ার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে? প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকান
লিখেছেন লিখেছেন এরবাকান ১১ নভেম্বর, ২০১৪, ০১:৪৬:২০ রাত
একজন মানুষ যদি শুধু মাত্র তার নিজের জন্য কাজ করে তাহলে সে কখনো ভাল মানুষ হিসাবে গণ্য হতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) বলেছেন خير الناس من ينفع الناس অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যাক্তি সর্বোত্তম যে মানুষের কল্যাণ করে; মানুষকে উপকার করে। এই হাদিস এর আলোকে যারা মানুষের উপকার করে ও মানুষের মঙ্গল সাধনের জন্য সর্বদায় প্রচেষ্টা চালায় তারা নিঃসন্দেহে ভাল মানুষ হিসাবে গণ্য হবে পারে।
উদাহরন সরূপ:
আমি আমার অফিসে একটা সোফায় বসে আছি। আমি যে সোফায় বসে আছি সেটার এক পাশের হাতলে বিদ্যুৎ নিয়ন্ত্রক একটা হাতল আছে। অপরদিকে আমার বসার সোফার সামনে আছে ১০.০০০ ভোলটেজের বিদ্যুৎবাহী কেবল। এক অন্ধ বাহির থেকে তার লাঠিতে ভর করে খট খট করে আসতেছে। বিদ্যুবাহী কেবলটির কথা অন্ধ ব্যাক্তিটি জানে না; সে না জানার কারনে আস্তে আস্তে তার দিকে আগাচ্ছে। অপরদিকে আমিও আমার নিজের কাজ নিয়ে বেস্ত অন্য কোনদিকে আমার কোন খেয়াল নাই। আমি যদি এই অবস্থায় থাকি তাহলে অন্ধ ব্যাক্তিটি বৈদুতিক কেবলের সাথে জড়িয়ে কয়লা হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার হাতের কাছে থাকা বিদ্যুৎ নিয়ন্ত্রক হাতল টি দিয়ে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা।এই বিদ্যুৎকে নিয়ন্ত্রন করতে যদি আমার এক হাত ভেঙ্গে যাওয়ারও উপক্রম হয় তবও আমার শরীরের সকল শক্তি দিয়ে আমার হাতকে রক্ষা করে সেই
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত।
কিন্তু আমি যদি এই কাজটি না করি তাহলে মানুষ আমাকে কি বলবে? বলবে যে ভাই আপনি কি মানুষ নাকি অন্য কিছু? এটা কিভাবে সম্ভব যে আপনি এই কেবল এর ক্ষতিকর দিক জানা সত্ত্বেও এর সম্পর্কে বেখবর থেকে একজন মানুষের মৃত্যুকে এই ভাবে প্রত্যক্ষ করতে পারেন? সে অন্ধ ব্যাক্তি সে হয়ত এর বিপদ সম্পর্কে অবহিত নয় কিন্তু আপনি ত অবহিত আপনিত জানেন। তাহলে এটা জানা সত্ত্বেও কিভাবে আপনি একজন মানুষের এমন মৃত্যুকে প্রত্যক্ষ করতে পারেন??
আমি আমার কাজ নিয়ে বেস্ত ছিলাম সে আসছে আমি এটা জানি না। এমনকি এই বৈদুতিক কেবল ও আমি সেখানে সেট করি নাই। এর বিদ্যুৎ সংযোগও আমি দেয় নাই।আমার কোন অপরাধ নাই। তার এই আত্মপক্ষ সমর্থন কোন যুক্তিতে টিকবে? নিশ্চিত অর্থেই তার এই খোঁড়া যুক্তি কোন কাজে আসবে না। কেননা একজন মানুষ তার আসে পাশের সমাজের অবস্থা ও দেশের অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখবে। প্রতিটি বিষয়েই সতর্ক দৃষ্টি রাখবে। যদি তার দেশ তার সমাজ কোন খারাপের দিকে ধাবিত হয় তাহলে সেটা থেকে তার দেশ বাসী ও তার সমাজকে রক্ষা করা তার দায়িত্ব ও কর্তব্য।
তাহলে যখন বাতিল পন্থি সকল ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া একত্রিত হয়ে আমার দেশের ক্ষতি সাধনে আমার দেশ ও জাতির সর্বনাশা ধ্বংস সাধনে বেস্ত। সাম্রাজ্য বাদী শক্তি যখন সমগ্র দুনিয়ায় তার শোষণের হাত দিয়ে দুনিয়ার মানুষকে শোষণে মশগুল; তখন আমি কিভাবে আমার নিজের আরামদায়ক সোফায় বসে নিশ্চিন্ত মনে আমার নিজের কাজে মশগুল থাকে পারি। আমি যেমনি ভাবে ঐ অন্ধ ব্যাক্তিটির জীবন রক্ষার্থে আমার সকল শক্তি দিয়ে সেই বৈদ্যুতিক সংযোগকে বিচ্ছিন্ন করতে বাধ্য। তেমনি ভাবে আমার দেশ আমার জাতির জন্য সর্বোপরি দুনিয়ার সকল মানুষের সফলতার জন্য আমার সকল মেধা যোগ্যতা ও শক্তি দিয়ে সংগ্রাম করতে আমি বাধ্য। আর এর মধ্য দিয়েই আমি একজন ভাল মানুষ হতে পারি যেমনটি বাতলে দিয়েছেন আমাদের প্রিয় নবী মহান নেতা বিশ্ব মানবতার শান্তির দূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)।
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার উদাহরণীয় যৌক্তিক উপস্হাপনা অনুভূতি কে নাড়া দিয়ে গেল!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান জানাই....
মন্তব্য করতে লগইন করুন