মীরজাফরের প্রেতাত্মারা...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ নভেম্বর, ২০১৪, ০১:৫৭:০৪ রাত
মীরজাফর মরে গেলেও
জীবিত তার প্রেতাত্মা
ষড়যন্ত্রের ঘষেটিরা
হয়েছে আজ একাত্মা।
-
সিরাজ মরলো পলাশীতে
পরাধীন হল দেশ
মীরজাফর ঘষেটিদের
ষড়যন্ত্রের হয়নি শেষ।
-
যুগে যুগে মীরজাফর ঘষেটি
আসবে নবসাজে
স্বাধীনতা বিকিয়ে দিতে
নবসুরের বাদ্য বাজে।
-
দেশ প্রেমের মন্ত্রে দীক্ষা
আজ বড়ই প্রয়োজন
ঘষেটিদের নব ষড়যন্ত্রের
সম্পন্ন সব আয়োজন।
১০/১১/২০১৪
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন